বোকো হারামের হাতে ২০০ ছাত্রীর অপহরণ আসলে দুর্ঘটনা, দাবি অপহৃত ছাত্রীর

Updated By: Aug 17, 2017, 09:54 PM IST
বোকো হারামের হাতে ২০০ ছাত্রীর অপহরণ আসলে দুর্ঘটনা, দাবি অপহৃত ছাত্রীর

ওয়েব ডেস্ক: নেহাতই দুর্ঘটনা। ২০১৪ সালে নাইজেরিয়ার চিবকের স্কুল থেকে দুর্ঘটনা বশতঃ ২০০ ছাত্রীকে অপহরণ করেছিল জঙ্গি গোষ্ঠী বোকো হারাম, সংবাদ সংস্থা রয়টার্সকে এমনটাই বলছে মুক্তি পাওয়া এক ছাত্রী। ছাত্রীটি জানিয়েছে, বোকো হারাম আসলে স্কুল থেকে গৃহ নির্মানের বিভিন্ন সামগ্রী লুঠ করতে চেয়েছিল কিন্তু সুবিধা করতে না পেরে অবশেষে ছাত্রীদেরই অপহরণ করে।

২০১৪ সালের এপ্রিল মাসের সেই ভয়াবহ দিনের স্মৃতি হাতড়ে নাওমি আদামু তার ডায়রিতে লিখেছে, "একটি লোক বলেছিল যে আমাদের পুড়িয়ে মেরে দেওয়াই উচিত। কিন্তু অন্য কয়েকজন বলেছিল, আমাদের ওরা সামবিসায় (বোকো হারামের জঙ্গল ঘাঁটি) নিয়ে যাবে, কারণ সেখানে ওদের নেতা সেকাও রয়েছে যে ঠিক করবে আমাদের কী করা হবে..."।

প্রসঙ্গত, ২০১৪ সালের এই অপহণের ঘটনা বিশ্ব জুড়ে বিরাট আশঙ্কার পরিবেশ তৈরি করে এবং জঙ্গি গোষ্ঠী হিসাবে বোকো হারামকে আন্তর্জাতিক পরিচিতি দেয়।

.