'চাকরি চাই', গুগলের বসকে চিঠি সাত বছরের মেয়ের! চাকরি মিলল?
'ডিয়ার গুগল বস'... কচি হাতের আঁকাবাঁকা লাইনগুলো রেখা টানা খাতাতে এইভাবেই চলতে শুরু করে। "আমার নাম কোলে। আমি যখন বড় হব আমি গুগলে চাকরি করব। আমি আরও একটি জায়গায় চাকরি করব, সেটা হল একটি চকলেটের ফ্যাক্টরি। এর সঙ্গে আমি অলিম্পিকেও সাঁতার কাটব...", নিজের মনের ইচ্ছেগুলো এত সহজেই গুগলের বস সুন্দর পিচাইকে জানালেন সাত বছরের কোল ব্রিজওয়াটার। 'সবথেকে কমবয়সী কর্মীর' গুগলে চাকরি করার আবেদন পেয়ে আপ্লুত গুগলের সিইও সুন্দর পিচাইও। শাট বছরের কোলকে পাল্টা চিঠিও লিখেছেন তিনি। গুগলে চাকরি করার ইচ্ছে... সাত বছরের কোলের ইচ্ছেকে সম্মান জানিয়েছেন সুন্দর পিচাই। "স্কুল শিক্ষা শেষ করে নাও, আমি অপেক্ষা করব", চিঠিতে চাকরির আবেদনের এমন সুন্দর উত্তরই দিয়েছেন সুন্দর পিচাই।
!['চাকরি চাই', গুগলের বসকে চিঠি সাত বছরের মেয়ের! চাকরি মিলল? 'চাকরি চাই', গুগলের বসকে চিঠি সাত বছরের মেয়ের! চাকরি মিলল?](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/02/16/78726-g.jpg)
ওয়েব ডেস্ক: 'ডিয়ার গুগল বস'... কচি হাতের আঁকাবাঁকা লাইনগুলো রেখা টানা খাতাতে এইভাবেই চলতে শুরু করে। "আমার নাম কোলে। আমি যখন বড় হব আমি গুগলে চাকরি করব। আমি আরও একটি জায়গায় চাকরি করব, সেটা হল একটি চকলেটের ফ্যাক্টরি। এর সঙ্গে আমি অলিম্পিকেও সাঁতার কাটব...", নিজের মনের ইচ্ছেগুলো এত সহজেই গুগলের বস সুন্দর পিচাইকে জানালেন সাত বছরের কোল ব্রিজওয়াটার। 'সবথেকে কমবয়সী কর্মীর' গুগলে চাকরি করার আবেদন পেয়ে আপ্লুত গুগলের সিইও সুন্দর পিচাইও। শাট বছরের কোলকে পাল্টা চিঠিও লিখেছেন তিনি। গুগলে চাকরি করার ইচ্ছে... সাত বছরের কোলের ইচ্ছেকে সম্মান জানিয়েছেন সুন্দর পিচাই। "স্কুল শিক্ষা শেষ করে নাও, আমি অপেক্ষা করব", চিঠিতে চাকরির আবেদনের এমন সুন্দর উত্তরই দিয়েছেন সুন্দর পিচাই।