মহিলা শৌচালয়ের দেওয়ালের ভিতর মৃত দেহ! চাঞ্চল্য শপিং মলে

পুলিস জানিয়েছে, কীভাবে মৃত্যু হয়েছে ব্যক্তির তা এখনও জানা যায়নি। ব্যক্তিটিকে শনাক্তকরণও করা যায়নি বলে জানা গিয়েছে

Updated By: May 1, 2018, 07:50 PM IST
মহিলা শৌচালয়ের দেওয়ালের ভিতর মৃত দেহ! চাঞ্চল্য শপিং মলে
প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদন: মহিলা শৌচালয়ে মিলল এক ব্যক্তির দেহ। ওই শৌচালয়ে জলের পাইপ মেরামত করতে এসেছিলেন কর্মীরা। জলের পাইপ খুলতে গিয়ে দেওয়ালের ভিতরে মৃত দেহটিকে আবিষ্কার করেন তাঁরা। ঘটনাটি ঘটেছে সোমবার কানাডার একটি শপিং মলে। এই ঘটনা প্রকাশ্যে আসতে চাঞ্চল্য ছড়ায় শপিং মলে।

আরও পড়ুন- লক্ষ মার্কিনি মেয়ের অনুপ্রেরণা কল্পনা চাওলা: ডোনাল্ড ট্রাম্প

পুলিস জানিয়েছে, কীভাবে মৃত্যু হয়েছে ব্যক্তির তা এখনও জানা যায়নি। ব্যক্তিটিকে শনাক্তকরণও করা যায়নি বলে জানা গিয়েছে। তবে মহিলা শৌচালয়ে পুরুষের মৃত দেহ মেলায় স্বভাবতই সন্দেহের দানা বেঁধেছে। স্থানীয় সংবাদমাধ্যম জানাচ্ছে, উঁচু তলা থেকে পড়ে দুই দেওয়ালে  আটকে গিয়েছে দেহটি। পুলিসের প্রাথমিক অনুমান, অস্বাভাবিক মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। মৃত্যুর কারণ খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

আরও পড়ুন- বড্ড গুমোট, বিমানের দরজা খুলতে গিয়ে একেবারেই খুলে ফেললেন!

.