পৃথিবীর দিকে ধেয়ে আসছে এক সবুজ ধূমকেতু! কবে?
ধেয়ে আসছে ধূমকেতু। যেমন তেমন ধূমকেতু নয়, সবুজ রঙের এক ধূমকেতু। যা দেখতে পাবেন পৃথিবীর উত্তর গোলার্ধের মানুষরা। সবুজ সে ধূমকেতুর নাম কমেট লিনিয়ার। আর ৩ দিন পর সূর্যোদয়ের আগে খালি চোখে আকাশের দিকে তাকান, দেখতে পাবেন সবুজ রঙের সেই মহাজাগতিক ‘রহস্য’কে।
ওয়েব ডেস্ক : ধেয়ে আসছে ধূমকেতু। যেমন তেমন ধূমকেতু নয়, সবুজ রঙের এক ধূমকেতু। যা দেখতে পাবেন পৃথিবীর উত্তর গোলার্ধের মানুষরা। সবুজ সে ধূমকেতুর নাম কমেট লিনিয়ার। আর ৩ দিন পর সূর্যোদয়ের আগে খালি চোখে আকাশের দিকে তাকান, দেখতে পাবেন সবুজ রঙের সেই মহাজাগতিক ‘রহস্য’কে।
সাধারণভাবে ধূমকেতুকে যতটা উজ্জ্বল লাগে দেখতে, লিনিয়ার কমেটকে তার থেকে ১০০ গুণ বেশি উজ্জ্বল দেখাবে। পৃথিবী থেকে প্রায় ৩৩ লাখ মাইল দূর দিয়ে যাবে এই সবুজ ধূমকেতু। আকাশের দক্ষিণদিকে দেখা যাবে তাকে। তাই আর দেরি না করে এবার সাধের বায়নোকুলারটাকে বের করে ঝেড়ে-পুঁছে রেডি রাখুন!