আটক করা হয়েছে মুসলিম ব্রাদারহুডের শীর্ষস্থানীয় নেতাদের। তাঁদের দেশছাড়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। প্রায় তিনশো ব্রাদারহুড নেতার বিরুদ্ধে জারি হয়েছে গ্রেফতারি পরোয়ানা। মানুষের আশা-আকাঙ্খা পূরণ করতে না পারায় জনগণের ইচ্ছানুযায়ী তারা মহম্মদ মুরশিকে সরাতে বাধ্য হয়েছে বলে দাবি করেছে মিশরের সেনাবাহিনী। যদিও, মুরশির দাবি, তিনি সেনা অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়েছেন।
দেশের সংবিধান মুলতুবি করার কথা ঘোষণা করেছেন সেনাপ্রধান জেনারেল আবদুল ফতাহ অল সিসি। তবে, পরবর্তী নির্বাচনের দিনক্ষণ সম্পর্কে কিছুই জানাননি তিনি। মুরশি ক্ষমতাচ্যুত হওয়ার পরই ব্রাদারহুড সমর্থকদের সঙ্গে বিরোধীদের সংঘর্ষ শুরু হয়েছে। এখনও পর্যন্ত সতেরো জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। কায়রো এবং আলেকজান্দ্রিয়ায় নিহত হয়েছেন সাত জন।
English Title:
adli mansur
Home Title:
মিশরের অন্তর্বর্তী রাষ্ট্রপ্রধান হিসাবে শপথ আদলি মানসুরের
No
14441
Is Blog?:
No
Section: