নিজস্ব প্রতিবেদন: বহুদিন হয়ে গেল তালিবানের হাতে বিপর্যস্ত হচ্ছে আফগানিস্তান। অবশেষে তালিবান দখল করে নিল আফগানিস্তান। কাবুল দখলের পরে দেশ ছেড়ে পালিয়ে গেলেন আফগান প্রেসিডেন্টও।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আফগানিস্তানের মাটি থেকে মার্কিন বাহিনী (US troops) চলে গেলে ২০ বছর আগের যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের (war-torn Afghanistan) ছবি ফিরে এল। তালিবান (Taliban) একে একে আফগানিস্তানের গুরুত্বপূর্ণ প্রদেশগুলি অধিকার করে নিচ্ছিল। কাবুল (Kabul) বাকি ছিল। এবার কাবুলেও তালিবানি আধিপত্য প্রতিষ্ঠিত হল। আপাতত এক অন্তর্বর্তী তালিবানি সরকার (interim Taliban govt.) গঠন করে দেশ চালানো হবে বলে সূত্র মারফত জানা গিয়েছে।


আরও পড়ুন: Malala Yousafzai: তালিবানের এই আফগান-দখলে দারুণ বিচলিত নোবেলজয়ী


ইত্যবসরে আফগানিস্তানের প্রেসিডেন্ট (Ashraf Ghani) দেশ ছেড়ে পালিয়েছিলেন বলেই খবর ছিল। তবে পরে জানা গিয়েছে, তালিবান কাবুলে ঢুকে পড়ার পরে এবং আফগান সরকারের আত্মসমর্পণের জন্য তাদের অপেক্ষার সময়-পর্বেই তিনি তাজিকিস্তানের (Tajikistan) জন্য রওনা দেন।


আফগান প্রেসিডেন্ট অফিসের আধিকারিকেরা এই খবর দিয়েছেন।


(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)


আরও পড়ুন: Independence Day 2021: বৈচিত্রের মধ্যে ঐক্যের সুর গুগল ডুডলে