'শুধুমাত্র সহায়তা'র প্রতিশ্রুতিতে সিরিয়ায় সেনা পাঠাচ্ছে বারাক ওবামা, তীব্র নিন্দায় রাশিয়া

'সহায়তা করতে' সিরিয়ায় সেনা পাঠানোর সিদ্ধান্ত নিল মার্কিন যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের সিদ্ধান্ত, ইসলামিক জঙ্গিদের বিরুদ্ধে লড়তে সিরিয়ার সেনবাহিনীদের পরামর্শ দেবে মার্কিন সেনারা। মধ্য প্রাচ্যে নতুন করে যুদ্ধের সম্ভবনা রুখতেই বারাক ওবামার উলটপূরাণ সিদ্ধান্ত, সূত্রের খবর।

Updated By: Oct 31, 2015, 04:13 PM IST
'শুধুমাত্র সহায়তা'র প্রতিশ্রুতিতে সিরিয়ায় সেনা পাঠাচ্ছে বারাক ওবামা, তীব্র নিন্দায় রাশিয়া

ওয়েব ডেস্ক: 'সহায়তা করতে' সিরিয়ায় সেনা পাঠানোর সিদ্ধান্ত নিল মার্কিন যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের সিদ্ধান্ত, ইসলামিক জঙ্গিদের বিরুদ্ধে লড়তে সিরিয়ার সেনবাহিনীদের পরামর্শ দেবে মার্কিন সেনারা। মধ্য প্রাচ্যে নতুন করে যুদ্ধের সম্ভবনা রুখতেই বারাক ওবামার উলটপূরাণ সিদ্ধান্ত, সূত্রের খবর।

শুক্রবার হোয়াইট হাউসের তরফ থেকে জানানো হয়, সেনা পাঠানোর একমাত্র উদ্দেশ্য শুধুমাত্র "প্রশিক্ষণ, পরামর্শ ও সহায়তা" ইসলামিক স্টেটের বিরুদ্ধে। ৫০ জন সেনার এক বিশেষ বাহিনী সহয়তা করবে সিরিয়ায় আইএসের বিরুদ্ধে কুর্দি বিদ্রোহীদের।

সিরিয়ায় বিশেষ বাহিনী পাঠানোয় তীব্র সমালোচনা করেছে রাশিয়া। রাশিয়া পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ জানিয়েছেন, সিরিয়ায় মার্কিন সেনা পাঠানো হলে সেখানে ঝুঁকি আরও বাড়বে।

.