Afghanistan crisis: স্বস্তির ঘরে ফেরা, 'গুরুগ্রন্থসাহিব' সঙ্গে নিয়ে কাবুল থেকে ফিরলেন ৭৮ জন ভারতীয়

কাবুলের গুরুদওয়ারা থেকে গুরুগ্রন্থসাহিব সঙ্গে নিয়ে ভারতে ফিরলেন ৭৮ জন ভারতীয়। 

Updated By: Aug 24, 2021, 02:25 PM IST
Afghanistan crisis: স্বস্তির ঘরে ফেরা, 'গুরুগ্রন্থসাহিব' সঙ্গে নিয়ে কাবুল থেকে ফিরলেন ৭৮ জন ভারতীয়
গুরুগ্রন্থসাহেব সঙ্গে করে দেশে ফিরলেন ভারতীয়রা।

নিজস্ব প্রতিবেদন:  আতঙ্কের আফগানিস্তান থেকে ঘরে ফেরা। কাবুলের গুরুদওয়ারা থেকে গুরুগ্রন্থসাহিব সঙ্গে নিয়ে ভারতে ফিরলেন ৭৮ জন ভারতীয়। সকালের বিমানে ভারতে ফিরলেন প্রত্যেকে। এই পরিস্থিতিতে সকলেই ফিরে আসছেন দেশে, তাই সঙ্গে এল তাদের ধর্মগ্রন্থও। 

প্রায় ৪৪ জন শিখ সম্প্রদায়ের মানুষ আফগানিস্তান থেকে ফিরেছেন দেশে। প্রত্যেকদিনই প্রায় বায়ুসেনার বিমানে করে দেশে ফেরানো হচ্ছে আফগানে থাকা ভারতীয়দের। তাদের মধ্যে গোপালনগরের ৩ জন যুবকও রয়েছেন। 

গত কয়েকদিন ধরেই কাবুল বিমানবন্দরের ছবিটা অন্যরকম। আফগান প্রদেশ ছাড়ার তাড়নায় হুড়োহুড়ি শুরু হয় যায়। পদপিষ্ঠ হয় বেশ কিছু মানুষ। ভারত সরকার সকাল ও সন্ধ্যেবেলার নিত্য ফ্লাইটে দেশে ফেরাচ্ছে ভারতীয়দের। 

আরও পড়ুন, Afghanistan: যতক্ষণ আমেরিকা থাকবে ততক্ষণ সরকার গঠন নয়! মত তালিবানের

এদিন আরও ৩ বাঙালি ফিরেছেন ঘরে। কাবুল থেকে কাতার হয়ে গোপালনগরের বাড়িতে ফেরেন বিদ্যুৎ বিশ্বাস, পশাল সরকার ও রঘুনাথপুরের প্রবীর সরকার। আমেরিকান সেনা ক্যাটারিংয়ে কাজ করতেন তাঁরা। 

আফগানিস্তান থেকে তাজাকিস্তান হয়ে দিল্লি ফেরানো হচ্ছে। এখনও পর্যন্ত ৫০০ বেশি ভারতীয়দের ফেরানো হয়েছে দেশে। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.