Afghanistan: কাবুল বিমানবন্দরে হামলা চালাতে পারে ISIS, আশঙ্কা মার্কিন প্রতিরক্ষা সচিবের
শনিবার মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে এক সতর্কবার্তায় নাগরিকদের কাবুল বিমানবন্দর এড়িয়ে চলতে বলা হয়েছে
নিজস্ব প্রতিবেদন: কাবুল-সহ আফগানিস্তানের অধিকাংশ জায়গা দখল করার পর এক বিশৃঙ্খল পরিস্থিতি গোটা দেশজুড়েই। কাবুল বিমানবন্দরই এখন বিদেশীদের আফগানিস্তান ছাড়ার একমাত্র রাস্তা। বিমানবন্দরে এখনও রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র সহ কয়েকটি দেশের সেনা। কিন্তু মার্কিন গোয়েন্দাদের আশঙ্কা, যে কোনও সময় কাবুল বিমানবন্দরে হামলা চালাতে পারে আইসিস।
মার্কিন প্রতিরক্ষা সচিব জ্যাক সুলিভান সংবাদমাধ্যমে জানিয়েছেন, আমাদের কাছে আইসিস হামলার হুমকির প্রমাণ আছে। বারবারেই এমন হুমকি দেওয়া হচ্ছে। ফলে এরকম এক হুমকিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি। সেনাকর্মী ছাড়াও তাদের টার্গেটে রয়েছে আফগানিস্তানে থাকা মার্কিন নাগরিকরাও।
আরও পড়ুন-Afghanistan: দুয়ারে তালিবান, পড়ুয়াদের সব নথিতে আগুন দিল দেশের একমাত্র মেয়েদের আবাসিক স্কুল
শনিবার মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে এক সতর্কবার্তায় নাগরিকদের কাবুল বিমানবন্দর এড়িয়ে চলতে বলা হয়েছে। কারণ যেকোনও মুহূর্ত আইসিসের আফগানিস্তান শাখা সেখানে হামলা চালাতে পারে। প্রসঙ্গত, এরকম কোনও হামলার হুমকি ওই জঙ্গি সংগঠনের তরফে দেওয়া হয়নি।
মার্কিন প্রতিরক্ষা দফতরের তরফে বলা হয়েছে, আফগানিস্তানের পরিস্থিতির উপরে নজর রাখা হচ্ছে। একমাত্র মার্কিন আধিকারিকরা যাদের দেশে ফেরার নির্দেশ দিয়েছেন তাদেরই কাবুল বিমানবন্দর যাওয়া উচিত।
আরও পড়ুন-কালীঘাটে লেডি তালিবান, কটাক্ষ Sayantan-র; বিরত থাকুন নইলে... হুঁশিয়ারি Partha-র
উল্লেখ্য, কাবুল থেকে পালাতে রোজই বহু মানুষ ভিড় করছেন কাবুলের হামিদ কারজাই বিমানবন্দরে। তবে মার্কিন যুক্তরাষ্ট্র বা মার্কিন সেনার সঙ্গে যারা কোনও না কোনও ভাবে জড়িত তারা হামলার আশঙ্কা করছেন। রবিবার হুড়োহুড়িতে পদপৃষ্ট হয়ে মারাও গিয়েছেন ৭ জন।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)