মিসাইল হানায় ইউক্রেনে ভেঙে পড়ল মালয়েশিয়ার বিমান, মৃত ২৯৫

ফের ভেঙে পড়ল মালয়েশিয়ার একটি যাত্রী বাহী বিমান। প্রাথমিক খবর পাওয়া অনুযায়ী রাশিয়া সীমান্তে ইউক্রেনের কাছে ভেঙে পড়েছে MH17 নামের বিমানটি। বিমানটির উপর মিসাইল হানা চলায় বিমানটি ভেঙে পড়েছে বলে খবর।

Updated By: Jul 18, 2014, 03:04 PM IST
মিসাইল হানায় ইউক্রেনে ভেঙে পড়ল মালয়েশিয়ার বিমান, মৃত ২৯৫

ইউক্রেন: ফের ভেঙে পড়ল মালয়েশিয়ার একটি যাত্রী বাহী বিমান। প্রাথমিক খবর পাওয়া অনুযায়ী রাশিয়া সীমান্তে ইউক্রেনের কাছে ভেঙে পড়েছে MH17 নামের বিমানটি। বিমানটির উপর মিসাইল হানা চলায় বিমানটি ভেঙে পড়েছে বলে খবর।

স্থানীয় সময় ১২ টা ১০ নাগাদ Boeing 777-200 বিমানটি আমসটারডাম থেকে কুয়ালা লামপুরের উদ্দেশ্যে রওনা দেয়। ১৫ জন কর্মী সহ  বিমানটিতে মোট ২৯৫ জন ছিলেন। প্রত্যকেরই মৃত্যু হয়েছে বলে অনুমান করা হচ্ছে। রুশ আকাশ সীমার ৫০ কিমি দূরে, ১০০০০ ফুট উচ্চতায় বিমানটির সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়।

পূর্ব ইউক্রেনের শাকটারসক অঞ্চলে বিমানটি ভেঙে পড়েছে। এই অঞ্চলে রাশিয়াপন্থী বিদ্রোহীদের সঙ্গে ইউক্রেনের সেনার যুদ্ধ চলছে।

চলতি বছরের মার্চে ২৫০ জন কে নিয়ে রহস্য জনক ভাবে নিখোঁজ হয়ে যায় মালয়েশিয়ার MH370 বিমানটি।

.