Antarctica: আন্টার্কটিকার আকাশ কেন হঠাৎ গোলাপি হয়ে উঠেছে, জানেন?

আকাশে রঙের উৎসব যেন। গোলাপি, বেগুনি-- রঙে রঙে রংমশাল জ্বালা যেন।

Updated By: Jul 17, 2022, 05:08 PM IST
Antarctica: আন্টার্কটিকার আকাশ কেন হঠাৎ গোলাপি হয়ে উঠেছে, জানেন?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: 'আকাশে আজ রঙের খেলা...' বাঙালির অতি প্রিয় গান। সেই প্রিয় গানেরই রেশ ধরে এখন যেন আন্টার্কিটার আকাশের দিকে তাকানো যেতে পারে। তাকালে, মনে আর মেঘের মেলা থাকবে না, রঙের স্রোতে ভেসে যাবে মন। কারণ, সেখানকার আকাশে রঙের উৎসব যেন!

কেন? 

এটা জানুয়ারি মাসের ঘটনা। সমুদ্রস্তর থেকে ১৯ কিমি উপরে পৌঁছেছিল ভলক্যানিক ইরাপশন। ঘটনাটি ঘটেছিল নিউ জিল্যান্ডে। এটি টংগা ইরাপশন নামেই পরিচিত। এর ফলে একটি সুনামিও ঘটেছিল। কিন্তু এর ফলে এরোসলে ভরে উঠেছিল আকাশ। আর তারই জেরে আকাশে গোলাপি-বেগুনি আভা দেখা যাচ্ছে এখন। টংগা ইরাপশনের 'আফটার গ্লো'তে আলো হয়ে আছে আকাশ।

বিজ্ঞানীরা বলছেন, আন্টার্কটিকার আকাশে, স্ট্র্যাটোস্ফিয়ারে অনেক ধরনের এরোসল ঘুরে বেড়াচ্ছে। অগ্ন্যুৎপাতের অনেক পরেও এই কণাগুলি আকাশের ওই স্তরে টিকে আছে। আর সেগুলিই আলো বিচ্ছুরিত করছে। সেই বিচ্ছুরণের জেরেই আকাশে নানা রঙের খেলা। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

আরও পড়ুন: James Webb Telescope: আগামী দিনে মানুষকে আরও কী উপহার দিতে পারে জেমস ওয়েব টেলিস্কোপ?

.