বাংলাদেশে জেহাদের ডাক আল-কায়েদার
বাংলাদেশে জেহাদের ডাক দিল আল-কায়েদা। আল-কায়েদা নেতা আয়মান আল-জাওয়াহিরির নাম ও ছবি সহ অডিও বার্তা প্রচারিত হয়েছে ইন্টারনেটে। তাতে বাংলাদেশে ইসলাম-বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে। অডিও বার্তাটির সত্যতা যাচাই করা এখনও সম্ভব হয়নি।
বাংলাদেশে জেহাদের ডাক দিল আল-কায়েদা। আল-কায়েদা নেতা আয়মান আল-জাওয়াহিরির নাম ও ছবি সহ অডিও বার্তা প্রচারিত হয়েছে ইন্টারনেটে। তাতে বাংলাদেশে ইসলাম-বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে। অডিও বার্তাটির সত্যতা যাচাই করা এখনও সম্ভব হয়নি।
নির্বাচনের আগে কয়েকমাস ধরে রক্তক্ষয়ী সংঘর্ষ চলেছে বাংলাদেশে। সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমেছিল বিএনপি ও তার সহযোগী জামাতে ইসলামি, হেফাজতে ইসলামের মতো বিভিন্ন সংগঠন। নিরাপত্তারক্ষী ও আওয়ামি লিগ সমর্থকদের সঙ্গে তাঁদের সংঘর্ষে নিহত হন বহু মানুষ। হতাহতরা ছিলেন দু-পক্ষেরই। জামাতে ইসলামির মতো মৌলবাদী সংগঠনগুলির পাশে দাঁড়িয়ে এ বার বাংলাদেশে জেহাদের ডাক দিল আল-কায়েদা।
সংগঠনের নেতা আয়মান আল-জাওয়াহিরি বাংলাদেশ সরকারের বিরুদ্ধে গণহত্যা, ইসলাম-বিরোধী ষড়যন্ত্রের অভিযোগ করেছেন। বাংলাদেশ, ম্যাসাকার বিহাইন্ড এ ওয়াল অফ সাইলেন্স নামে প্রায় আধঘণ্টার একটি অডিও বার্তায় ডাক দেওয়া হয়েছে জেহাদের। আরবি ভাষায় জাওয়াহিরির নামে প্রচারিত অডিও বার্তায় সমালোচনা করা হয়েছে ভারতের। আঙুল তোলা হয়েছে পশ্চিমী গণমাধ্যমগুলির দিকে। স্বাধীন বাংলাদেশ গঠনের উদ্দেশ্য নিয়েও অডিও বার্তায় প্রশ্ন তোলা হয়েছে। মৌলবাদী শক্তির বাড়বাড়ন্ত বাংলাদেশে কোনও নতুন ঘটনা নয়।
তবে, সে দেশের অভ্যন্তরীণ বিষয়ে আল-কায়েদার এ ধরনের বিবৃতি আগে শোনা যায়নি। অডিও ক্লিপিংসটির সত্যতা যাচাই করা না গেলেও, ঢাকার নতুন সরকার কাজ শুরু করতে না করতেই জাওয়াহিরির নামে জেহাদের ডাক বাড়িয়ে তুলেছে আশঙ্কা।