প্রয়াত অডিও টেকনোলজি ব্যক্তিত্ব অমর বোস

মারা গেলেন অডিও টেকনলজির যুগান্তকারী ব্যক্তিত্ব বোস। মার্কিন যুক্তরাষ্ট্রের বস্টনে নিজের বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন তিনি। বয়স হয়েছিল ৮৩ বছর।

Updated By: Jul 13, 2013, 10:26 PM IST

মারা গেলেন অডিও টেকনলজির যুগান্তকারী ব্যক্তিত্ব বোস। মার্কিন যুক্তরাষ্ট্রের বস্টনে নিজের বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন তিনি। বয়স হয়েছিল ৮৩ বছর।
মার্কিন যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় এক ভারতীয় পরিবারে জন্মেছিলেন অমর বোস। মাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনলজি থেকে স্নাতক ও স্নাতকোত্তর স্তরে পড়াশোনা করেন তিনি। ওই প্রতিষ্ঠান থেকেই ডক্টরেট ডিগ্রিও লাভ করেন। এমআইটিতে বছর দুয়েক শিক্ষকতা করার পর ১৯৬৪ সালে তৈরি করেছিলেন নিজের সংস্থা বোস কর্পোরেশন। 
বোস কর্পোরেশনে তৈরি এলিগ্যান্ট ওয়েভ সিস্টেম রেডিও, কুশন দেওয়া হেডফোন, হোম থিয়েটারের যন্ত্রাংশ ও কম্পিউটারের স্পিকার সারা বিশ্বের গেজেট প্রেমিদের কাছে জনপ্রিয়। ২০১১ সালে নিজের সংস্থার সিংহভাগ শেয়ার এমআইটিকে দিয়ে দেন অমর বোস। তার ডিভিডেন্টের টাকাই এমআইটির বহু গবেষণা ও ডিগ্রির খরচ যোগায়। এমআইটির তরফে জানানো হয়েছে বোস কর্পোরেশনে অমর বোসের নাম চিরকাল থাকবে।

.