এমন আজব ডিভোর্সের খবর আপনি শোনেননি
আজ পর্যন্ত কতরকম ডিভোর্সের গল্প বা খবর শুনেছেন? ডিভোর্সের মোটামুটি কারণগুলো তো কমনই। হয় স্বামী-স্ত্রীর চরিত্র দোষ। না হলে যৌনসঙ্গমে অক্ষমতা। এইসবই তো থাকে। আজ বরং শুনুন এক আজব ডিভোর্সের খবর। কোনও বিবাহ বিচ্ছেদই ভালো খবর নয়। ওই দুটো মানুষের মনের কথা ভেবে।
![এমন আজব ডিভোর্সের খবর আপনি শোনেননি এমন আজব ডিভোর্সের খবর আপনি শোনেননি](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/04/18/53685-divorce18-4-16.jpg)
ওয়েব ডেস্ক: আজ পর্যন্ত কতরকম ডিভোর্সের গল্প বা খবর শুনেছেন? ডিভোর্সের মোটামুটি কারণগুলো তো কমনই। হয় স্বামী-স্ত্রীর চরিত্র দোষ। না হলে যৌনসঙ্গমে অক্ষমতা। এইসবই তো থাকে। আজ বরং শুনুন এক আজব ডিভোর্সের খবর। কোনও বিবাহ বিচ্ছেদই ভালো খবর নয়। ওই দুটো মানুষের মনের কথা ভেবে।
কিন্তু এই খবরটাতে মজাও পাবেন। কারণ, বিয়ের ৭৭ বছর পর মেক্সিকোর ৯৯ বছরের এক বৃদ্ধ তাঁর ৯৬ বছর বয়সের স্রীকে ডিভোর্স দেন। ডিভোর্সের কারণ হিসাবে সেই বৃ্দ্ধ বলেন, ৫০ বছর আগে তাঁর স্ত্রী গোপনে এক পুরুষ বন্ধুর সঙ্গে দেখা করেন। ৯৬ বছরের সেই বৃদ্ধা জ্বরের ঘোরে সেই কথা বৃদ্ধকে বলে ফেলেন! ব্যস্, আর কী সেই সম্পর্ক টেকে?