ভোট নিয়ে এই তথ্যটা না জানলে আর ভোটের মজা পাবেন কীভাবে?
আমাদের ভোট সদ্য মিটেছে।ভোটের ফলও সকলের জানা হয়ে গিয়েছে।তবুও, এখনও কি একটুও ভোটের রেশ নেই? যদি আপনার মনে এখনও ভোটের একটুও রেশ থেকে থাকে, তাহলে আপনার জন্য একটা অবাক করা মজার তথ্য দিই।
ওয়েব ডেস্ক: আমাদের ভোট সদ্য মিটেছে।ভোটের ফলও সকলের জানা হয়ে গিয়েছে।তবুও, এখনও কি একটুও ভোটের রেশ নেই? যদি আপনার মনে এখনও ভোটের একটুও রেশ থেকে থাকে, তাহলে আপনার জন্য একটা অবাক করা মজার তথ্য দিই।
উত্তর কোরিয়া নিজেদের গণতান্ত্রিক দেশ প্রমাণ করার জন্য প্রতি পাঁচ বছর অন্তর নির্বাচনের আয়োজন করে। সেটাই স্বাভাবিক। কিন্তু সেই নির্বাচনের ইভিএমে শুধু সরকার মনোনীত একজন প্রার্থীর নাম লেখা থাকে। ভোটিং মেশিনে ওই একজন প্রার্থীর নামের পাশে শুধু 'হ্যাঁ' অথবা 'না' দুটো অপশন থাকে! ২০০৯ সালের নির্বাচনে ৯৯ শতাংশ ভোট পড়ে, ১০০ শতাংশ ভোটই 'হ্যাঁ'-তে পড়েছিল। বুঝুন, কাণ্ড। আর আমাদের প্রার্থী তালিকা শেষই হয় না!