মিশরের পরিস্থিতি স্বাভাবিক করার ডাক আমেরিকার

অগ্নিগর্ভ মিশরের পরিস্থিতি স্বাভাবিক করার আবেদন জানাল আমেরিকা। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে মিশরের অভ্যন্তরীণ মন্ত্রীর হুঁশিয়ারিতে। মুরশি সমর্থকদের দ্রুত ছত্রভঙ্গ করে দেওয়ার হুঁশিয়ারির পরই নতুন করে উত্তেজনা ছড়ায়। শুক্রবার রাতভর মুসলিম ব্রাদারহুডের সদস্যদের সঙ্গে সেনার গুলির লড়াইয়ে রক্তাক্ত হয় নীল নদের দেশ।

Updated By: Jul 28, 2013, 08:07 PM IST

অগ্নিগর্ভ মিশরের পরিস্থিতি স্বাভাবিক করার আবেদন জানাল আমেরিকা। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে মিশরের অভ্যন্তরীণ মন্ত্রীর হুঁশিয়ারিতে। মুরশি সমর্থকদের দ্রুত ছত্রভঙ্গ করে দেওয়ার হুঁশিয়ারির পরই নতুন করে উত্তেজনা ছড়ায়। শুক্রবার রাতভর মুসলিম ব্রাদারহুডের সদস্যদের সঙ্গে সেনার গুলির লড়াইয়ে রক্তাক্ত হয় নীল নদের দেশ।
মুসলিম ব্রাদারহুডের দাবি, সংঘর্ষে তাঁদের প্রায় ১৫০ সমর্থকের মৃত্যু হয়েছে।  লড়াইটা শুরু হয়েছিল শুক্রবার ভোরে। বিক্ষোভে যোগ দেওয়ার আগে কায়রোর একটি মসজিদে জড়ো হয়েছিলেন মুরশির সমর্থকেরা। বিক্ষোভ ছত্রভঙ্গ করতে প্রথমে কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিস।
মুসলিম ব্রাদারহুডের অভিযোগ, এরপরই পূর্ব পরিকল্পনামাফিক ধোঁয়ার মধ্যে গুলি চালাতে শুরু করে নিরাপত্তা বাহিনী। যদিও সেনার তরফে গুলি চালানোর কথা অস্বীকার করা হয়েছে। মিশরের এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন মার্কিন বিদেশসচিব। মার্কিন প্রতিরক্ষা সচিব চাক হাগেলও ফোনে কথা বলেছেন মিশরের সেনাপ্রধান আবদেল ফতাহ আল সিসির সঙ্গে। মুরশি সমর্থকদের শান্তিপূর্ণ প্রতিবাদকে সম্মান জানানোর জন্য সেনাকে আর্জি জানিয়েছে আমেরিকা।

.