আজ দাসত্বমুক্ত দিবস

আজ ইংল্যান্ডে বিশ্ব দাসত্বমুক্ত দিবস হিসেবে পালন করা হয়। এমনটা হয়ে আসছে গত ২০১৫ সাল থেকেই। এই দিবস চালু করার জন্য লড়াই চলছিল ২০১০ থেকেই। কিন্তু স্বীকৃতি পেতে কেটে গিয়েছে পাঁচ-পাঁচটি বছর।

Updated By: Oct 18, 2015, 08:24 PM IST
আজ দাসত্বমুক্ত দিবস

ওয়েব ডেস্ক: আজ ইংল্যান্ডে বিশ্ব দাসত্বমুক্ত দিবস হিসেবে পালন করা হয়। এমনটা হয়ে আসছে গত ২০১৫ সাল থেকেই। এই দিবস চালু করার জন্য লড়াই চলছিল ২০১০ থেকেই। কিন্তু স্বীকৃতি পেতে কেটে গিয়েছে পাঁচ-পাঁচটি বছর।

অবশেষে ২০১৫-র ১৮ অক্টেবর থেকে শুরু হয়েছে বিশ্ব দাসত্বমুক্ত দিবসের। ইংল্যান্ডের গার্ডিয়ানের মতো বড় মিডিয়াও পুর্ণ সমর্থন করে এই দিনটি। করবে নাই বা কেন! সেই ক্রীতদাস প্রথা আজ হয়তো সেভাবে নেই।

কিন্তু একেবারে বিলুপ্তও হয়ে যায়নি কিন্তু। চলে আড়ালে আবডালে। তাই গোটা পৃথিবীকেই দাসমুক্ত করতে কাজ করা শুরু হয়েছে। এই দিন স্কাইপের মাধ্যমে বিশ্বজোড়া মানুষকে বোঝানো হয়, কেন দাসপ্রথা চিরকালের মতো অবলুপ্ত হওয়া দরকার।

দেশ না হয় বিপ্লবের ফলে স্বাধীন করা গেল। কিন্তু মানুষই যদি দাস হয়ে বেঁচে থাকে আজকের দিনে, তার থেকে বড় লজ্জা আর কী হতে পারে?

.