সেপ্টেম্বরে বাজারে আসছে আইফোন ফাইভ এস
চলতি বছরের সেপ্টেম্বরের ১০ তারিখেই সম্ভবত বাজারে আসছে আইফোনের নতুন নয়া অবতার আইফোন ফাইভ এস । এর সঙ্গেই স্মার্ট ফোনের বাজারে অ্যানড্রইয়েড প্রযুক্তির স্মার্টফোনের সঙ্গে পাল্লা দিতে অ্যাপেল তুলনামূলক সস্তার আইফোনও বাজারে আনছে বলে খবর।
চলতি বছরের সেপ্টেম্বরের ১০ তারিখেই সম্ভবত বাজারে আসছে আইফোনের নতুন নয়া অবতার আইফোন ফাইভ এস । এর সঙ্গেই স্মার্ট ফোনের বাজারে অ্যানড্রইয়েড প্রযুক্তির স্মার্টফোনের সঙ্গে পাল্লা দিতে অ্যাপেল তুলনামূলক সস্তার আইফোনও বাজারে আনছে বলে খবর।
আইফোন ফাইভ এস -এ বায়োমেট্রিক আইডেন্টিটি আইডেন্টিফিকেশনের ব্যবস্থাও থাকছে বলেও শোনা যাচ্ছে।
গত কয়েক বছরে গুগলসের অ্যানড্রয়েড ফোনের দাপটে স্মার্টফোনের জগতে বাজার হারিয়েছে অ্যাপেল।
গত বছর এই সময়ে স্মার্ট ফোনের বাজারে ১৭% আইফোনের দখলে ছিল। এবছর এখনই কমে সেটা ১৩% হয়ে গেছে।
অন্যদিকে অ্যানড্রয়েড ফোনের বাজার ৬৯% থেকে বেড়ে দাঁড়িয়েছে ৭৯%। গুগলের অ্যানড্রয়েড প্রযুক্তির সঙ্গে অ্যাপেলের নিকটতম প্রতিদ্বন্ধী স্যামসঙ হাত মেলাবার পরেই আইফোনের জনপ্রিয়তা কিছুটা হলেও কমেছে।