সেপ্টেম্বরে বাজারে আসছে আইফোন ফাইভ এস

চলতি বছরের সেপ্টেম্বরের ১০ তারিখেই সম্ভবত বাজারে আসছে আইফোনের নতুন নয়া অবতার আইফোন ফাইভ এস । এর সঙ্গেই স্মার্ট ফোনের বাজারে অ্যানড্রইয়েড প্রযুক্তির স্মার্টফোনের সঙ্গে পাল্লা দিতে অ্যাপেল তুলনামূলক সস্তার আইফোনও বাজারে আনছে বলে খবর।

Updated By: Aug 12, 2013, 09:14 PM IST

চলতি বছরের সেপ্টেম্বরের ১০ তারিখেই সম্ভবত বাজারে আসছে আইফোনের নতুন নয়া অবতার আইফোন ফাইভ এস । এর সঙ্গেই স্মার্ট ফোনের বাজারে অ্যানড্রইয়েড প্রযুক্তির স্মার্টফোনের সঙ্গে পাল্লা দিতে অ্যাপেল তুলনামূলক সস্তার আইফোনও বাজারে আনছে বলে খবর।
আইফোন ফাইভ এস -এ বায়োমেট্রিক আইডেন্টিটি আইডেন্টিফিকেশনের ব্যবস্থাও থাকছে বলেও শোনা যাচ্ছে।
গত কয়েক বছরে গুগলসের অ্যানড্রয়েড ফোনের দাপটে স্মার্টফোনের জগতে বাজার হারিয়েছে অ্যাপেল।
গত বছর এই সময়ে স্মার্ট ফোনের বাজারে ১৭% আইফোনের দখলে ছিল। এবছর এখনই কমে সেটা ১৩% হয়ে গেছে।
অন্যদিকে অ্যানড্রয়েড ফোনের বাজার ৬৯% থেকে বেড়ে দাঁড়িয়েছে ৭৯%। গুগলের অ্যানড্রয়েড প্রযুক্তির সঙ্গে অ্যাপেলের নিকটতম প্রতিদ্বন্ধী স্যামসঙ হাত মেলাবার পরেই আইফোনের জনপ্রিয়তা কিছুটা হলেও কমেছে।

.