নিজস্ব প্রতিবেদন: ভুটানে ভেঙে পড়ল ভারতীয় সেনার একটি চিতা কপ্টার। নিহত হলেন এক ভারতীয় ও এক ভুটান সেনার পাইলট।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-অনির্দিষ্টকাল পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে টালা ব্রিজে, ঘোষণা নবান্নের


নিহত বিমান চালকদের মধ্যে রয়েছেন, লেফটেন্যান্ট কর্ণেল রজনীশ পারমার ও ভুটান সেনার ক্যাপ্টেন কালজাং ওয়াংগি। মর্মান্তিক বিষয় হল শুক্রবারই ছিল লেফটেন্যান্ট কর্ণেল রজনীশ পারমারের জন্মদিন।



ভারতীয় মিলিটারি অ্যাকাডেমির ওই চিতা কপ্টারটি অরুণাচলের খিমরু থেকে ভুটানের ইয়োঙ্গফুলা যাচ্ছিল। যাওয়ার পথে দুপুর ১টা নাগাদ সেটি ভেঙে পড়ে। সূত্রের খবর ল্যান্ডিং করার সময়েই কপ্টারটি একটি জঙ্গলঘেরা এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনাস্থলেই মৃত্য হয় দুদেশের দুই পাইলটের।



আরও পড়ুন-নারদকাণ্ডে শনিবার মুকুলকে ফের তলব সিবিআইয়ের, আড়াইটের আগে সম্ভব নয়, জানালেন বিজেপি নেতা


সেনাবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, দুপুর ১টা নাগাদ ভুটানের ইয়োঙ্গফুলায় একটি কপ্টার ভেঙে পড়েছে। দুপুর ১টার পর সেটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। নিহতদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।