সিরিয়াতে প্রেসিডেন্ট আসাদের অনুগত বাহিনীর হামলায় মৃত ১৭৫ জন বিদ্রোহী

প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত বাহিনীর হামলায় ১৫০ জনেরও বেশি বিদ্রোহীর মৃত্যু হল সিরিয়ায়। দামাস্কাসের ঘৌতার পূর্বাঞ্চলে চালানো এই চোরাগোপ্তা হামলায় প্রায় ১৭৫ জনের মৃত্যু হয়েছে বলে খবর। লেবাননের শিয়া দল হিজবুল্লাহ এই হামলায় নেতৃত্ব দেয়। হিজবুল্লাহ পরিচালিত লেবাননের আল মানার টিভিতে সম্প্রচারিত একটি ভিডিওয় দেখা গেছে, ঘৌতার ওতাইব শহরের কাছের একটি রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মৃতদেহ।

Updated By: Feb 27, 2014, 10:27 AM IST

প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত বাহিনীর হামলায় ১৫০ জনেরও বেশি বিদ্রোহীর মৃত্যু হল সিরিয়ায়। দামাস্কাসের ঘৌতার পূর্বাঞ্চলে চালানো এই চোরাগোপ্তা হামলায় প্রায় ১৭৫ জনের মৃত্যু হয়েছে বলে খবর। লেবাননের শিয়া দল হিজবুল্লাহ এই হামলায় নেতৃত্ব দেয়। হিজবুল্লাহ পরিচালিত লেবাননের আল মানার টিভিতে সম্প্রচারিত একটি ভিডিওয় দেখা গেছে, ঘৌতার ওতাইব শহরের কাছের একটি রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মৃতদেহ।

আল মানার জানিয়েছে, বিদ্রোহীরা ঘৌতা থেকে অন্য এলাকায় যুদ্ধে যাওয়ার সময় হামলা চালানো হয়। নিহতদের বেশিরভাগই বিদেশী। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিদ্রোহীদের শক্তঘাঁটি হিসেবে পরিচিত ওতাইবে চালানো এই হামলা দামাস্কাসে আসাদের কর্তৃত্ব বাড়াতে সাহায্য করবে।

.