নাইজেরিয়ায় গির্জায় বিস্ফোরণ, হত ২৭
বড়দিনের প্রার্থনা চলার সময় নাইজেরিয়ায় দু`টি গির্জায় বোমা বিস্ফোরণে অন্তত ২৭ জন নিহত হয়েছেন। আহতের সংখ্যা প্রায় ১৫০। এঁদের মধ্যে অনেকের আঘাত গুরুতর হওয়ায় নিহতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে।
বড়দিনের প্রার্থনা চলার সময় নাইজেরিয়ায় দু`টি গির্জায় বোমা বিস্ফোরণে অন্তত ২৭ জন নিহত হয়েছেন। আহতের সংখ্যা প্রায় ১৫০। এঁদের মধ্যে অনেকের আঘাত গুরুতর হওয়ায় নিহতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে।
রোববার সকালে নাইজেরিয়ার রাজধানী আবুজার উপকণ্ঠের মাডাল্লা এলাকায় সেন্ট টেরেসা ক্যাথলিক গির্জায় প্রথম বিস্ফোরণের ঘটনা ঘটে। কয়েক ঘণ্টা পর দেশের উত্তর-পূর্বাঞ্চলের জোশ শহরের একটি গির্জাতেও বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। এই জোড়া বিস্ফোরণের ঘটনায় কট্টরপন্থী ইসলামি জঙ্গি গোষ্ঠীর `বোকো হারাম`-এর হাত রয়েছে বলে মনে করা হচ্ছে।
বিগত কয়েক বছর ধরেই বার বার ক্যাথলিক খ্রিস্টানদের সঙ্গে মুসলিম জনগোষ্ঠীর সংঘর্ষে উত্বপ্ত হয়েছে নাইজেরিয়া। ফলে এই নাশকতার ঘটনাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সংঘর্ষ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে পুরোমাত্রায়। নাইজেরিয়ার সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল আঝুবুকে ইয়েজিরিকা জানিয়েছেন, যে কোনও অপ্রীতিকর পরিস্থিতির মোকাবিলার জন্য তৈরি রাখা হয়েছে সামরিক বাহিনীকে।