নিজস্ব প্রতিবেদন: অপ্রত্যাশিত একটা তুষারঝড়ের কবলে পড়ল আমেরিকার টেক্সাস ও সন্নিহিত অঞ্চল। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এই তুষারঝড়ে (winter storm) মারা গিয়েছেন একাধিক। Texas অঞ্চলে নেমে এসেছে খুব বড় আকারের এক বিদ্যুৎ বিপর্যয়ও।


তুষারপাতের কারণে টেক্সাসে তাপমাত্রা অতিরিক্ত কমে গিয়েছে। বহু জায়গায় এজন্য বিদ্যুতের চাহিদা বেড়ে গিয়েছে। ফলে এক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রেখে অন্য এলাকায় তা সরবরাহ করতে হচ্ছে। আমেরিকা বিদ্যুৎ সরবরাহ পর্যবেক্ষণকারী ওয়েবসাইটে জানানো হয়েছে, স্থানীয় সময়ে সোমবার রাত ২টার দিকে ৪১ লাখের বেশি গ্রাহক বিদ্যুৎ পরিষেবা থেকে বিচ্ছিন্ন হন।


আরও পড়ুন: কুমেরু প্রদেশে সমুদ্রের তলায় অন্ধকারে প্রাণী, বিজ্ঞানীদের সামনে প্রথমবার


দক্ষিণ টেক্সাসের প্রশাসনিক কর্মকর্তারা শহরবাসীকে বাড়ির ভেতর গরম রাখার জন্য ঘরে গ্রিল বা হিটার ব্যবহার না করার জন্য সতর্ক করেছেন। এসব ব্যবহারের কারণে সৃষ্ট বিষাক্ত কার্বন মনোক্সাইডের বিষক্রিয়ায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন লোকজন।


এই বিপর্যয়ে টিকাদানকেন্দ্রগুলিও বন্ধ। বৃহস্পতিবার এগুলি খুলতে পারে। টেক্সাসের স্বাস্থ্য বিভাগ বলেছে, রাজ্যে টিকার সরবরাহে বিলম্বও হতে পারে।


পরিস্থিতি সামাল দিতে প্রেসিডেন্ট জো বাইডেন জরুরি অবস্থা জারি করেছেন। যে সময়ে জরুরি অবস্থা জারি করা হয়, তখন টেক্সাসের বিভিন্ন এলাকার তাপমাত্রা ছিল হিমাঙ্কের ২ থেকে ২২ ডিগ্রি সেলসিয়াসের নীচে।


আরও পড়ুন: জলবায়ু নিয়ে কথা বলতে হবে আগে ভাবিনি, বিল গেটস