নিজস্ব প্রতিবেদন: সমুদ্র গর্ভ রহস্যে ভরা। একটা সীমা অবধি পৌঁছাতে পেরেছেন বিজ্ঞানীরা। কিন্তু তারপর? এখনও নিশ্চিতভাবে জানা নেই। কিন্তু সমুদ্রের গহ্বরে মাটির নিচে কী রয়েছে? সেই উত্তরও খুঁজেই চলেছেন বিজ্ঞানীরা। সম্প্রতি এই অনুসন্ধানে যে তথ্য হাতে এসেছে তাতে অবাক বিজ্ঞানমহল।
2/11
প্রতিকূল পরিবেশে অদ্ভূত প্রাণী রয়েছে আন্টার্কটিকার তল দেশে। যেখানে প্রাণী থাকার কোনও সম্ভাবনাই থাকে না।
photos
TRENDING NOW
3/11
অ্যান্টার্কটিক বরফের প্রায় কয়েক মাইলের নীচে ঘুটঘুটে অন্ধকার কালো সমুদ্রের জলে বিজ্ঞানীরা সমুদ্রে নতুন ধরণের প্রাণী আবিষ্কার করেছেন।
4/11
অ্যান্টার্কটিকায় একটি সমীক্ষা চালাতে গিয়ে একদল গবেষক দুর্ঘটনাক্রমে বরফের নীচে -২ ° তাপমাত্রায় ভিন্ন ধরণের প্রজাতির প্রাণীর দেখা মেলে।
5/11
যার ভিডিও প্রকাশ করে ব্রিটিশ আন্টার্কটিক সার্ভে।
6/11
সমুদ্রের মধ্যে ১৫০ ভিতরে, ৩,০০০ ফুট গভীর বরফ ড্রিল করে ক্যামেরা ঢুকিয়ে চলছিল সমীক্ষার কাজ। ক্যামেরা নিচে নেমে বোল্ডারে ধাক্কা লাগতেই ওই প্রাণীর দেখা মেলে।