ফ্লোরিডায় আছড়ে পড়ল বিধ্বংসী ইরমা
ওয়েব ডেস্ক : এতদিন ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ ও কিউবাতে ধ্বংসলীলা চালিয়ে এবার ফ্লোরিডার দিকে এগোচ্ছে অ্যাল্টান্টিক ঝড় ইরমা। ইতিমধ্যেই সমুদ্রের তীরবর্তী অঞ্চল থেকে প্রায় ৬০ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
1045p: Outer band from #Irma is pushing across the Keys. Hurricane Force Winds are occurring! Stay inside, away from windows! #FLkeys #flwx pic.twitter.com/n8ExvGP0Za
— NWS Key West (@NWSKeyWest) September 10, 2017
১৯৭০ সালের পর অ্যাল্টান্টিক উপকূলে এতবড় মাপের ঝড় দেখা গেল বলে মার্কিন ন্যাশনাল হারিকেন সেন্টারের পক্ষ থেকে জানানো হয়েছে। ক্যাটেগরি ৫-এর এই ঝড় ক্রমশ শক্তি বাড়িয়ে চলেছে বলে জানা গেছে।
আরও পড়ুন- ১৯৭০ সালের পর ইরমা-ই বিশ্বের ভয়ঙ্করতম ঝড় : গবেষণা
৬ সেপ্টেম্বর ইরমা ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে আছড়ে পড়ার পর, তা শুক্রবার ও শনিবার তাণ্ডব চালায় কিউবাতে। এরপরই তা উত্তর-পূর্ব দিকে সরতে শুরু করে দেয়। ঘণ্টায় ২৫০ থেকে ২৮০ কিলোমিটার গতির এই ঝড় রবিবার স্থানীয় সময় সাড়ে ১২টা নাগাদ আছড়ে পড়ে ফ্লোরিডা কি-তে। ঝড়ের দাপটে উত্তাল হয়ে উঠেছে সমুদ্র। প্রায় ৬ থেকে ৮ ফুট ঢেউ আছড়ে পড়ছে পাড়ে। ইতিমধ্যেই ৭০ হাজারের বেশি বাড়িতে বিদ্যুত্ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। রবিবার দুপুরের মধ্যেই আরও এগিয়ে ফ্লোরিডার প্রধান স্থলভূমিতে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে ইরমার।
#keys #keywest flashes & alarms are going off!!!!! Getting scary #hurricane #irma #be #safe #hurricaneirma2017 #thekeys pic.twitter.com/xm5gZUgN4s
— ChrisACantillo (@ChrisACantillo) September 10, 2017