তুষার ধসে মৃত কমপক্ষে ১৩৫ জন পাক সেনা
তুষার ধসে চাপা পড়ে মৃত্যু হল ১৩৫ জন পাক সেনার। শনিবার ভোরবেলায় সিয়াচেনে ভারত-পাক সীমান্তের কাছে গায়ারি সেক্টরে প্রবল তুষার ধসে চাপা পড়ে যায় বেশ কয়েকটি পাক সেনা ঘাঁটি।
তুষার ধসে চাপা পড়ে মৃত্যু হল ১৩৫ জন পাক সেনার। শনিবার ভোরবেলায় সিয়াচেনে ভারত-পাক সীমান্তের কাছে গায়ারি সেক্টরে প্রবল তুষার ধসে চাপা পড়ে যায় বেশ কয়েকটি পাক সেনা ঘাঁটি।
এখনও পর্যন্ত খবর, এই তুষার ধসে মৃত্যু হয়েছে প্রায় ১৩৫ জন পাক ফৌজের। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। ধসের নিচে বহু সেনা আটকে থাকতে পারে বলেও মনে করা হচ্ছে।
এক পাক সেনা আধিকারিক জানিয়েছেন, এদিন ভোর ৬টা নাগাদ তুষার ধসে চাপা পড়ে পাক সেনার একাধিক ঘাঁটি। জোর কদমে শুরু হয়েছে উদ্ধার কাজ। তবে এই দুর্ঘটনা সম্পর্কে পাক সেনার পক্ষ থেকে সরকারি ভাবে এখনও কিছু জানানো হয়নি।