অশান্তির আগুনে পুড়ছে বাংলাদেশ
অশান্ত বাংলাদেশে গত দু`দিনে চার জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন বেশ কয়েকজন। একাত্তরের যুদ্ধপরাধীদের বিচার প্রক্রিয়া বন্ধের দাবিতে হিংসাত্মক আন্দোলনে নেমেছে জামাত-এ-ইসলামি। দেশজুড়ে বনধের ডাক দিয়েছে তারা। শুরু হয়েছে পাল্টা আন্দোলনও। ঢাকার শাহবাগ স্কোয়ারে সেই আন্দোলনে পাশে দাঁড়িয়েছেন বুদ্ধিজীবীরা। সমর্থন করছে আওয়ামি লিগও।
অশান্ত বাংলাদেশে গত দু`দিনে চার জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন বেশ কয়েকজন। একাত্তরের যুদ্ধপরাধীদের বিচার প্রক্রিয়া বন্ধের দাবিতে হিংসাত্মক আন্দোলনে নেমেছে জামাত-এ-ইসলামি। দেশজুড়ে বনধের ডাক দিয়েছে তারা। শুরু হয়েছে পাল্টা আন্দোলনও। ঢাকার শাহবাগ স্কোয়ারে সেই আন্দোলনে পাশে দাঁড়িয়েছেন বুদ্ধিজীবীরা। সমর্থন করছে আওয়ামি লিগও।
জামাত-এ-ইসলামি নেতা আবদুল কাদেরের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশের পর থেকেই অশান্তির আগুনে পুড়ছে বাংলাদেশ। একাধিক জেলায় পুলিসের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েছে জামাত-এ-ইসলামির সমর্থকেরা। কাদের মোল্লার মামলার রায়দানের দিন ঘোষণার পরই মঙ্গলবার হরতালের ডাক দেয় জামাত-এ-ইসলামি। তখন থেকেই মিছিল, অবরোধ, সংঘর্ষে উত্তপ্ত ছিল বাংলাদেশ। বিভিন্ন জায়গায় জামাত-এ-ইসলামি সমর্থকদের সঙ্গে পুলিসের সংঘর্ষ হয়েছে। বাস, গাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার পাশাপাশি হয়েছে অবাধে ভাঙচুর।
বুধবার পরিস্থিতি আরও খারাপ হয়েছে। আশান্তির জেরে ঢাকায় আধাসেনা নামাতে হয়েছে। চট্টগ্রামে পরিস্থিতি সবথেকে উদ্বেগজনক। ঢাকা এবং খুলনায় পুলিসকে লক্ষ্য করে বোমা ছুঁড়েছে বিক্ষোভকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রবার বুলেট ছুঁড়েছে পুলিস। ফাটানো হয়েছে কাঁদানে গ্যাসের শেল। কিন্তু, তাতেও দমেনি বিক্ষোভকারীরা। হয়েছে পাল্টা বিক্ষোভও। আবদুল কাদেরের কঠোরতর শাস্তির দাবিতে ঢাকায় মিছিল করেন বহু মানুষ। জামাত-এ-ইসলামির ডাকা বনধকে উপেক্ষা করেই চলে প্রতিবাদ। বিকেলে বার করা হয় মোমবাতি মিছিল। আর এই আন্দোলনে ওরা পাশে পেয়েছেন দেশের তাবড় বুদ্ধিজীবীদের সমর্থন। একাত্তরের যুদ্ধাপরাধীদের কুশপুতুল এনে ফাঁসি দেওয়া হয়েছে শাহবাগ স্কোয়ারে। ছাত্র-যুব এবং বুদ্ধিজীবীদের আন্দোলনকে পূর্ণ সমর্থন জানিয়েছে ক্ষমতাসীন আওয়ামি লিগ।