নিজস্ব প্রতিবেদন: বিনা পাসপোর্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনতে গিয়ে কাতার বিমানবন্দরে আটক হলেন বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান চালক। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিনল্যান্ড থেকে আনতে গিয়েছিলেন তিনি। মাঝপথে দোহা বিমানবন্দরে বিমান অবতরণ করান তিনি। বিনা পাসপোর্টে অনুপ্রবেশের অভিযোগে তাঁকে আটক করা হয়। এর পরে তাঁকে মুক্ত করতে আর একটি বিমানে পাসপোর্ট পাঠানোর ব্যবস্থা করে বাংলাদেশি বিমান সংস্থা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

চালক পাসপোর্ট ছাড়া কীভাবে ঢাকায় বিমানবন্দরে ঢুকলেন, তা নিয়ে উঠেছে বড়সড় প্রশ্ন। কাঠগড়়ায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভিবাসন দফতর। প্রধানমন্ত্রীকে আনতে যাওয়ার মতো বিষয়ে এতটা গাফিলতি? ক্য়াপ্টেন ফজল মাহমুদ চৌধুরীর বিরুদ্ধে উঠেছে কর্তব্য়ে গাফিলতির অভিযোগ। 


বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গিয়েছেন ফিনল্যান্ড সফরে। তাঁকে আনতেই বুধবার ঢাকা থেকে  ফজল মাহমুদ চৌধুরী বোয়িং ৭৮৭ বিমান নিয়ে রওনা হন। পরিকল্পনামাফিক মাঝপথে তিনি কাতারের দোহা আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান অবতরণ করান। তারপরই তাঁর কাছে পাসপোর্ট চাওয়া হয়। কিন্তু পাসপোর্ট দেখাতে পারেননি বাংলাদেশি বিমানচালক। তাঁকে গ্রেফতার করে কাতারের অভিবাসন কর্তৃপক্ষ। 


ঘটনায় বাংলাদেশ মন্ত্রিপরিষদের চার সদস্যের একটি তদন্ত কমিটি গড়া হয়েছে। তিন দিনের মধ্যে তদন্তের রিপোর্ট জমা দিতে বলা হয়েছে মন্ত্রিপরিষদের সচিবকে। গোটা ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন বাংলাদেশের অসামরিক বিমানমন্ত্রকের মুখ্যসচিব মোহিবুল হক। তাঁর দাবি, আটক করা হয়, হোটেলেই ঘরবন্দি ছিলেন বিমান চালক।


আরও পড়ুন- ভিডিয়ো: বিয়ের আগে খুনসুটি নিখিল-নুসরতের