আজ 'পৃথিবীর সবথেকে ক্ষমতাশালী মানুষে'র জন্মদিন

৫৪ থেকে ৫৫ হলেন কিছুক্ষণ হয়েছে। তাঁর জন্মদিনে গোটা একটা মহাদেশ সেলিব্রশনে উন্মাদ। আমেরিকা। 

Updated By: Aug 4, 2016, 12:04 PM IST
আজ 'পৃথিবীর সবথেকে ক্ষমতাশালী মানুষে'র জন্মদিন

ওয়েব ডেস্ক: ৫৪ থেকে ৫৫ হলেন কিছুক্ষণ হয়েছে। তাঁর জন্মদিনে গোটা একটা মহাদেশ সেলিব্রশনে উন্মাদ। আমেরিকা। 

মার্কিন মুলুকের বর্তমান রাষ্ট্রপতি নোবেল জয়ী বারাক ওবামার জন্মদিন আজ। ১৯৬১ সালে আজকের দিনেই হনলুলুতে জন্ম হয় বারাক হোসেন ওবামার। মিশেল ওবমার সঙ্গে বিয়ে ১৯৯২ সালে। ওবামা এখন মালিয়া ও সাশা, এই দুই সন্তানের পিতা। হোয়াইট হাউসের বাসিন্দা ওবামাই এখন পৃথিবীর সবথেকে শক্তিশালী রাষ্ট্রনেতা। ২০০৯, ২০ জানুয়ারি থেকে এখনও পর্যন্ত মার্কিন সর্বেসর্বা পদে তিনিই 'একনায়ক'। 

মার্কিন 'সম্রাট' ওবামা আমেরিকার ৪৪ তম রাষ্ট্রপতি বারাক হোসেন ওবামা মার্কিন মুলুকের ডেমোক্র্যাটিক দলের হয়েই রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করেন। বিপুল জয় নয়ে ক্ষমতায় আসেন শুধু তাই নয় দ্বিতীয়বারও মার্কিন রাষ্ট্রপতি নির্বাচিত হন। আমেরিকার ইতিহাসে ওবামাই এখনও পর্যন্ত কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি। কূটনৈতিক সম্পর্ক স্থাপনে বারাক ওবামার জুড়ি মেলা ভার। জার্মানির অ্যাঞ্জেলা মর্কেল থেকে ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামরুন, ওবামার মিত্রতায় হাবুডুবু খেয়েছেন শক্তিধর রাষ্ট্রের রাষ্ট্রপতিরা। বাদ যাননি ভারতের প্রধানমন্ত্রীও। ওবমার ভারত সফরে নরেন্দ্র মোদী তাঁর 'বন্ধু' বারাককে নিজে হাতে চা খাওয়াচ্ছেন এ ছবিও রয়েছে। মন কি বাতে মনের কথাও জানিয়েছেন মোদী 'বন্ধু' বারাক। জন্মদিনে এখনও শুভেচ্ছা পাঠাননি, অন্তত টুইটারে তো নয়ই। তবে ৭৫.৬ মিলিয়ন ফলোয়ারদের ঢালাও শুভেচ্ছায় আপ্লুত বারাক হোসেন ওবামা। 

 

.