নিজস্ব প্রতিবেদন: যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। রবিবার টুইটে ওবামা নিজেই তাঁর করোনাভাইরাসে সংক্রমিত হওয়ার খবরটি জানিয়েছেন। টুইটে ওবামা লিখেছেন-- কয়েক দিন ধরেই আমার গলা ব্যথা ছিল। তবে আপাতত ভালো আছি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

যুক্তরাষ্ট্রের ৪৪তম প্রেসিডেন্ট বারাক ওবামার বয়স এখন ৬০। গত শীতের বেশির ভাগ সময় তিনি হাওয়াইতে ছিলেন। সম্প্রতি হাওয়াই থেকে ওয়াশিংটন ডিসিতে ফেরেন। এরপরই করোনায় সংক্রমিত হন।


যুক্তরাষ্ট্রের দ্বিতীয় কোনো প্রেসিডেন্ট হিসেবে করোনাভাইরাসে সংক্রমিত হলেন ওবামা। এর আগে ওবামার উত্তরসূরি ডোনাল্ড ট্রাম্প সস্ত্রীক করোনায় আক্রান্ত হয়েছিলেন। ২০২০ সালের অক্টোবরে স্ত্রী মেলানিয়া-সহ ট্রাম্প যখন করোনায় আক্রান্ত হয়েছিলেন, তখন তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে ছিলেন। করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালেও ভর্তি থাকতে হয়েছিল তাঁকে।


ওবামার অবশ্য অতটা বাড়াবাড়ি এখনও হয়নি। ওবামার স্ত্রী প্রাক্তন মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা করোনায় সংক্রমিত হননি। তাঁর স্ত্রী করোনা পরীক্ষায় নেগেটিভ হয়েছেন বলেই জানিয়েছেন ওবামা।


আরও পড়ুন: Russia-Ukraine War: চিনের সাহায্য চাইল রাশিয়া? তেমনই দাবি যুক্তরাষ্ট্রের


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)