বিএনপি নেতার অন্তর্ধান ঘিরে সরগরম বাংলাদেশ

শনিবারের মধ্যে ফিরিয়ে দিতে হবে নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলিকে। না হলে রবিবার থেকে আগুন জ্বলবে গোটা বাংলাদেশে। শুক্রবার সরাসরি এই হঁশিয়ারি শোনা গিয়েছে খালেদা জিয়ার দলের তরফে।

Updated By: Apr 27, 2012, 09:29 AM IST

শনিবারের মধ্যে ফিরিয়ে দিতে হবে নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলিকে। না হলে রবিবার থেকে আগুন জ্বলবে গোটা বাংলাদেশে। শুক্রবার সরাসরি এই হঁশিয়ারি শোনা গিয়েছে খালেদা জিয়ার দলের তরফে।
নিখোঁজ দলীয় নেতা ইলিয়াস আলিকে অপহরণ করা হয়েছে। এই অভিযোগে শেখ হাসিনা সরকারকে চরম হুঁশিয়ারি দিল বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি। বৃহস্পতিবার ঢাকা শহরে বিএনপির-র তরফে একটি প্রতিবাদ মিছিল ও পরে প্রকাশ্য সমাবেশের আয়োজন করা হয়। সেখানেই তাদের নেতাকে ফিরিয়ে দেওয়ার দাবি তোলেন বিএনপি`র অন্যতম শীর্ষনেতা ড. খন্দকার মোশাররফ হোসেন। গত ১৭ এপ্রিল মধ্যরাতে নিজের বনানির বাড়ির কাছ থেকে নিখোঁজ হয়ে যান ইলিয়াস আলি ও তাঁর গাড়ির চালক। ঘটনার প্রেক্ষিতে থানায় অভিযোগ ও ঢাকা হাইকোর্টে রিট পিটিশন দাখিল করেছেন তাঁর স্ত্রী।

ইতিমধ্যেই বনানির কাছে আমতলি থেকে উদ্ধার হয়েছে ইলিয়াস আলির গাড়ি। কিন্তু নিখোঁজ বিএনপি নেতা ও তাঁর গাড়িচালকের সন্ধান মেলেনি।
গতকাল বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রক সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকেও ইলিয়াস আলির নিখোঁজ হয়ে যাওয়ার বিষয়টি নিয়ে আলোচনা হয়। অন্যদিকে এদিন হাসিনা ক্যাবিনেটের সদস্য তথা শাসকদল আওয়ামী লিগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, তাঁদের আশা শীঘ্রই সুস্থ ও নিরাপদে দেশে ফিরবেন এম ইলিয়াস আলি। নিখোঁজ বিএনপি নেতার সন্ধানে পুলিস ও গোয়েন্দারা যথেষ্ট তত্‍পর রয়েছে বলেও দাবি করেন তিনি।

.