জল্পনার অবসান; নোবেল নেবেন 'দ্য ত্যাম্বুরাইন ম্যান'

সব জল্পনার অবসান। বব ডিলান জানালেন নোবেল পুরস্কার নেবেন তিনি। ১৩ তারিখই ঘোষণা হয়েছিল সাহিত্যে নোবেল পাচ্ছেন ডিলান। তবে পুরস্কার নিয়ে গত দু'সপ্তাহ মুখ খোলেননি তিনি। দু'সপ্তাহের নীরবতা ভক্তদের মনে প্রশ্ন জাগছিল, শেষ পর্যন্ত ডিলান পুরস্কারটা নেবেন তো?  অবশেষে সে প্রশ্নের উত্তর মিলল। 'দ্য ত্যাম্বুরাইন ম্যান' ডিলান জীবনের গান লিখেই জীবনের মুখপত্র হয়েছেন। আর তাই হয়তো আজ তিনি 'নোবেল'। 

Updated By: Oct 29, 2016, 11:47 AM IST
জল্পনার অবসান; নোবেল নেবেন 'দ্য ত্যাম্বুরাইন ম্যান'

ওয়েব ডেস্ক : সব জল্পনার অবসান। বব ডিলান জানালেন নোবেল পুরস্কার নেবেন তিনি। ১৩ তারিখই ঘোষণা হয়েছিল সাহিত্যে নোবেল পাচ্ছেন ডিলান। তবে পুরস্কার নিয়ে গত দু'সপ্তাহ মুখ খোলেননি তিনি। দু'সপ্তাহের নীরবতা ভক্তদের মনে প্রশ্ন জাগছিল, শেষ পর্যন্ত ডিলান পুরস্কারটা নেবেন তো?  অবশেষে সে প্রশ্নের উত্তর মিলল। 'দ্য ত্যাম্বুরাইন ম্যান' ডিলান জীবনের গান লিখেই জীবনের মুখপত্র হয়েছেন। আর তাই হয়তো আজ তিনি 'নোবেল'। 

আরও পড়ুন- ফকির লালনের জন্য একটা নোবেল চাই

বব জানিয়েছেন, "নোবেল পুরস্কারের খবরটা শোনার পর বাক্যহারা হয়ে পড়েছিলাম। তাই দিন কয়েক কিছু বলতে পারিনি। এই সম্মান পাওয়ায় আমি অত্যন্ত খুশি।"

.