মাথার থেকে ভারী হাত, ১৩ ইঞ্চির আঙুল বেড়েই চলছে ভারতীয় শিশুর, ডাক্তাররা হতবাক
-------------------------------------------------------------------------------
ওয়েব ডেস্ক: জন্মের সময় থেকেই ওর হাতের ওজন ছিল যে কোনও সাধারণ শিশুর দ্বিগুণ, আর আঙুল ছিল বেশ ব়ড। ৮ বছরের ভারতীয় শিশু কালেমের হাতের ওজন ২২ কিলো। এখন ও ওর এই হাতের অতিরিক্ত ভার থেকে মুক্ত হতে চায়। ক্রিকেট খেলটা ওর খুব পছন্দের। কিন্তু হাতের জন্য ব্যাট ঠিক করে ধরতে পারে না, বলও করতে পারে না। বাকিদের মত সাধারাণ কাজ এমনকী নিজে হাতে খেলেত পর্যন্ত পারে না কালেম।
স্কুলের শিক্ষিকরাও ওকে ভর্তি নিতে চায় না। কারণ ওর হাত দেখে বাকি শিশুরা ভয়ে পেয়ে যায়। ওর কোনও বন্ধু নেই। কারণ যার সঙ্গেই ও একটু মিশতে যায় সেই হাত দেখে ভয় পেয়ে পালায়। স্থানীয় ডাক্তররা এমন বিরল হাতের চিকিত্সা করতে গিয়ে সমস্যায় পড়েছে।
এখন কালেমের মাঝের আঙুলের উচ্চতা দাঁড়িয়েছে ১৩ ইঞ্চি ক্রমশ সেই আঙুল বাড়তে থাকছে।
His hands now measure 13 inches from the base of his palm to the tip of his middle finger and weigh two stone
The eight-year-old claims he is bullied because of his giant hands and has difficulty performing simple tasks
His mother Haleema, 27, (pictured with Kaleem and another one of her children) said she feels 'powerless'