Indian Product in Bangladesh: পেছনে বিএনপি! বাংলাদেশে ভারতীয় পণ্য বর্জনের ডাক ১২ দলীয় জোটের

Indian Product in Bangladesh: বাংলাদেশে বিএমপি-সহ মুষ্টিমেয় কয়েকটি দলের ভারত বিরোধিতা নতুন কিছু নয়। সেদেশের সাধারণ নির্বাচনেও এমন জিগির তুলেছিল বিএনপি

Updated By: Mar 24, 2024, 09:29 PM IST
Indian Product in Bangladesh: পেছনে বিএনপি! বাংলাদেশে ভারতীয় পণ্য বর্জনের ডাক ১২ দলীয় জোটের

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারতীয় পণ্য বয়কটের পক্ষে সে দেশের বিভিন্ন দলগুলির আওয়াজ কি ক্রমশ বাড়ছে? এইনিয়ে একটি স্লোগান ক্রমশ শক্তিশালী হচ্ছে বাংলাদেশে। সেটি হল 'ইন্ডিয়া আউট'। ক্রিকেটের কোনবও স্লোগান নয়, জনমত তৈরির চেষ্টা চলছে ভারতীয় পণ্য বয়কটের জন্য। কারণ দাবিদারদের যুক্তি, ভারতূীয় পণ্য বাংলাদেশের বাজার খেয়ে ফেলছে। এতে ভারতের বশ্যতা স্বীকার করছে বাংলাদেশে সরকার। এরকম একটি আন্দোলন তৈরিতে মদত দিচ্ছে সেদেশের বিএমপি-সব ১২টি দল।

আরও পড়ুন-লোকসভায় কটা আসন পেতে পারে তৃণমূল, বড় ভবিষ্য়দ্বাণী করে দিলেন কুণাল

ভারতীয় পণ্য বর্জন আন্দোলনে সহমত প্রকাশ করায় শনিবার বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর আহমেদের সঙ্গে সাক্ষাত করেন ১২ দলীয় জোটের প্রতিনিধিরা। তারা বিএমপি সচিবকে ধন্যবাদ জানান। পাশাপাশি তাদের বক্তব্য, ভারতের মদতে ভোটের নামে সেদেশে একটা নাটক হয়েছে। বাংলাদেশের সার্বভৌমত্ব ক্রমশ দুর্বল হয়ে পড়ছে। ওই সাক্ষাতে উপস্থিত ছিলেন ১২ দলীয় জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম, সৈয়দ এহসানুল হুদা, সমন্বয়ক-১২ দলীয় জোট, আহসান হাবিব লিঙ্কন, মহাসচিব-জাতীয় পার্টি, মুফতি মহিউদ্দিন ইকরাম-মহাসচিব, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, রাশেদ প্রধান-সিনিয়র সহসভাপতি, জাগপা, ফারুক রহমান-চেয়ারম্যান, লেবার পার্টি ও সামসুদ্দিন পারভেজ, বাংলাদেশ কল্যাণ পার্টি।

অন্যদিকে, ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়ে প্রকাশ্যে সভা করেছে বিজেপি। শনিবার এনিয়ে একটি সভায় যোগ দেন বিএনপির ভাইর চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ। তিনি বলেন,ভারতের অধীন থাকার জন্য আমরা মুক্তিযুদ্ধ করিনি।  বাংলাদেশের স্বাধীনচেতা মানুষ কখনো এ ধরনের গোলামি মেনে নেবে না। দেশের গণতন্ত্রকে নস্যাত্ করেছে আওয়ামী লিগ।

সম্প্রতি বাংলাদেশে পেঁয়াজ রফতানি বন্ধ করেছে ভারত। এনিয়েও মানুষের মধ্যে ক্ষোভ রয়েছে। কিন্তু বাংলাদেশে বিএমপি-সহ মুষ্টিমেয় কয়েকটি দলের ভারত বিরোধিতা নতুন কিছু নয়। সেদেশের সাধারণ নির্বাচনেও এমন জিগির তুলেছিল বিএনপি। তবে  তিস্তার জলবন্টন, সীমান্তে উত্তেজনা সহ একাধিক বিষয় দেশে ভারতের বিরুদ্ধে বরাবরই ভারতের বিরুদ্ধে সরব বিএমপি।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.