মোগাদিসুতে ট্রাক-বিস্ফোরণ,নিহত অন্তত ৭০
মোগাদিসুতে গাড়িবোমা বিস্ফোরণে নিহত হলেন অন্তত সত্তর।আহতর সংখ্যা বহু।
মোগাদিসুতে গাড়িবোমা বিস্ফোরণে নিহত হলেন অন্তত সত্তর।আহতর সংখ্যা বহু। সরকারি কর্মকর্তাদের সন্দেহ এটি আত্মঘাতী বিস্ফোরণই ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শিক্ষা মন্ত্রকের ফটকের ভিতরে বিস্ফোরক বোঝাই ট্রাক ঢুকিয়ে বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। আশপাশের গাড়িতে আগুন ধরে যায়, নিহতদের দেহ পড়ে থাকতে দেখা গিয়েছে রাস্তায়। হতাহতদের মধ্যে বেশ কিছু ছাত্রছাত্রীও ছিলেন। তুরস্কে পড়াশোনা করার জন্য তাঁরা স্কলারশিপের পরীক্ষা দিতে গিয়েছিলেন। সেই কারণেই অপেক্ষা করছিলেন মন্ত্রকের সামনে।রাষ্ট্রসংঘের সমর্থনপ্রাপ্ত অন্তর্বর্তী সরকারের সদস্যরা ঘটনার সময় ওই মন্ত্রকেরই একটি ভবনে বৈঠক করছিলেন। হতাহতদের মধ্যে তাঁদের কেউ আছেন কি না, তা স্পষ্ট নয়। আল-কায়দার সহযোগী ইসলামি জঙ্গি সংগঠন আল-শবাবের মুখপাত্র শেখ আলি মহম্মদ রাগে এই নাশকতার দায়স্বীকার করেছেন।