হাঙর মেরে হিরো কুমির এখন ফেসবুকের মোস্ট লাইক
![হাঙর মেরে হিরো কুমির এখন ফেসবুকের মোস্ট লাইক হাঙর মেরে হিরো কুমির এখন ফেসবুকের মোস্ট লাইক](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2014/08/07/27763-crocodile630.jpg)
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ওয়েব ডেস্ক: ওর, না না বলা ভাল, ওঁর বয়স ৮০। এই মুহূর্তে ইন্টারনেট দুনিয়ার অন্যতম সেরা 'সেলেব্রিটি'। নাম ব্রুটাস। জাতে কুমির। ৫.৫ মিটার লম্বা ব্রুটাসের কীর্তি দেখে সবাই অবাক। ব্রুটাস মশাই একেবারে জ্যান্ত হাঙর শিকার করেছেন। যে শিকারে ছবি দেখতে সোশ্যাল মিডিয়ায় একেবারে হামলে পড়ার হাল।
অস্ট্রেলিয়ার কাকাডু ন্যাশানাল পার্কের অ্যাডিলিড নদীতে ব্রুটাস যখন হাঙর শিকার করছিলেন, তখনই সেই ছবি ক্যামেরা বন্দি করেন এক পর্যটক।
২০১১ সালে জল থেকে হঠাত্ লাফিয়ে উঠে শিকার ধরে খবরে এসেছিলেন এই ব্রুটাস।