নিজস্ব প্রতিবেদন: মঙ্গল আর চাঁদ-- ইদানীং এই নিয়েই সব চেয়ে বেশি চর্চা বিশ্বের মহাকাশবিজ্ঞানীদের মধ্যে। এবার সেই চর্চারই ফলশ্রুতি, পাকাপাকি ভাবে চাঁদে রাশিয়া-চিনের যৌথ মহাকাশ স্টেশন তৈরির সিদ্ধান্ত।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রাশিয়ার (Russia) স্পেস এজেন্সি রসকসমস (Roscosmos) এবং চিনের (China) স্পেস এজেন্সি সিএনএসএ (CNSA) চাঁদের (Moon) মাটিতে অথবা কক্ষপথে এই স্পেস মহাকাশটি (space station) তৈরি করবে বলে শোনা যাচ্ছে। এটি হবে একেবারে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের মতোই। এই সূত্রে দু'দেশের মধ্যে একটি 'মউ'ও স্বাক্ষরিত হয়েছে।


আরও পড়ুন: তাপমাত্রা ১১৮৭ °C, টগবগ করে ফুটছে লাভা, দড়ি ধরে আগ্নেয়গিরি পার মহিলার


সিএনএসএ-র তরফে জানানো হয়েছে, চাঁদের ওই স্টেশনটির নাম হবে 'আন্তর্জাতিক চাঁদ গবেষণা স্টেশন' (আইএলআরএস)। গবেষণা চালানোর জন্য সেই স্টেশনে যেতে পারবেন যে কোনও দেশের মহাকাশচারী। যে কোনও দেশের মহাকাশ গবেষণা সংস্থা সেই স্টেশনে পাঠাতে পারবে যন্ত্রপাতিও।


মঙ্গলে (Mars)উপনিবেশ বানানোর প্রয়োজনে নতুন করে মহাকাশ স্টেশন তৈরি করে নানা প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার দরকার পড়ছিল অনেক দিন ধরেই। সেই সব পরীক্ষানিরীক্ষা চাঁদেই সেরে ফেলতে চাইছে মহাকাশ গবেষণা সংস্থা।


আরও পড়ুন: মস্তিষ্ক নিয়ে লিঙ্গবৈষম্যের দিন শেষ; সক্ষমতার প্রশ্নে নারী-পুরুষ সমান-সমান