'ব্যান' সত্ত্বেও ভারতের Trade partners তালিকায় ফার্স্টবয় চিন-ই
বেশ কিছু ক্ষেত্রে চিনের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল ভারত।
নিজস্ব প্রতিবেদন: মুখ থুবড়ে পড়ল ভারত সরকারের 'আত্মনির্ভরতা'র ডাক? সংশ্লিষ্ট মহলে এমন প্রশ্ন উঠে আসছে, কারণ সদ্য একটি বাণিজ্য সমীক্ষা প্রকাশিত হয়েছে। তাতে দেখা যাচ্ছে, ২০২০ সালে চিনই থেকে গিয়েছে ভারতের অন্যতম সেরা বাণিজ্য সহযোগী। আমেরিকার চেয়েও এক্ষেত্রে চিন এগিয়ে।
এই তথ্য সংশ্লিষ্ট মহলকে যথেষ্ট অবাক করেছে। কারণ, সীমান্ত-সংঘর্ষ পর্বে চিনের সঙ্গে দূরত্বই রক্ষা করছিল ভারত। চিনা পণ্যের বদলে স্বদেশে তৈরি পণ্যকেই গ্রহণ করতে হবে, সেই কথা বারবার মনে করাচ্ছিল কেন্দ্রীয় সরকার। এ জন্যে নরেন্দ্র মোদীর 'আত্মনির্ভর' (self-reliance) ভারতের প্রসঙ্গও উঠে আসছিল।
আরও পড়ুন: মার্চে ৫ দিন বন্ধ ব্যাঙ্ক, জেনে নিন কোন কোন দিন
কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল আমদানি বাণিজ্যে যেখানে দাঁড়িয়ে ছিল ভারত আত্মনির্ভরতার প্রতিজ্ঞার মধ্যেও সেখানেই দাঁড়িয়ে থেকেছে সে। তথ্য জানাচ্ছে, কোভিড অতিমারীজনিত অর্থনৈতিক সঙ্কটের মধ্যেও চিনের সঙ্গে প্রায় ৭ হাজার ৭৭০ কোটি ডলারের ($77.7 billion) বাণিজ্যিক লেনদেন করেছে ভারত। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৫ লক্ষ ৬৩ হাজার টাকার মতো। এর মধ্যে চিন থেকেই পণ্য কেনা হয়েছে ৫ হাজার ৮৭০ কোটি ডলারের, ভারতীয় মুদ্রায় যা প্রায় ৪ লক্ষ ২৫ হাজার ৩৭৩ কোটি টাকা!
সীমান্ত-উত্তেজনার জেরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Prime Minister Narendra Modi) বহু চিনা অ্যাপের (Chinese apps) উপর নিষেধাজ্ঞা জারি করেছিলেন। বিনিয়োগের (investments from the neighbor) ক্ষেত্রে অনুমতি দিতে বিলম্ব করেছে ভারত। চিন-নির্মিত যন্ত্র, টেলিকম ইকুইপমেন্টস এবং হোম অ্যাপ্লায়েন্সেসের (Chinese-made heavy machinery, telecom equipment and home appliances) উপরও ভারত নিষেধাজ্ঞা জারি করেছিল। কিন্তু তা সত্ত্বেও দেখা যাচ্ছে চিনই থেকে গিয়েছে এই পর্বে ভারতের সব চেয়ে বড় বাণিজ্য সহযোগী।
আরও পড়ুন: আহমেদাবাদের Motera Stadium নাম বদলে Narendra Modi Stadium