চিনে চিরুনি তল্লাসিতে পর্ন, জুয়ায় জড়িত ৩০ হাজার জন গ্রেফতার

চিনে অপরাধমূলক কাজকর্মে জড়িতদের ধরতে কঠোর অভিযান শুরু হয়েছে। দু মাস ধরে চলা এই অভিযানে ৩০ হাজারের বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে। এদের কারও বিরুদ্ধে নিষিদ্ধ জুয়া খেলা, আবার কারও বিরুদ্ধে পর্নগ্রাফিতে জড়িত থাকার প্রামণ মিলেছে। এর পাশাপাশি আরও তিন হাজার জনকে গ্রেফতার করা হয়েছে মধুচক্র থেকে।

Updated By: Dec 22, 2014, 12:46 PM IST
চিনে চিরুনি তল্লাসিতে পর্ন, জুয়ায় জড়িত ৩০ হাজার জন গ্রেফতার

ওয়েব ডেস্ক: চিনে অপরাধমূলক কাজকর্মে জড়িতদের ধরতে কঠোর অভিযান শুরু হয়েছে। দু মাস ধরে চলা এই অভিযানে ৩০ হাজারের বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে। এদের কারও বিরুদ্ধে নিষিদ্ধ জুয়া খেলা, আবার কারও বিরুদ্ধে পর্নগ্রাফিতে জড়িত থাকার প্রামণ মিলেছে। এর পাশাপাশি আরও তিন হাজার জনকে গ্রেফতার করা হয়েছে মধুচক্র থেকে।

কিন্তু কেন এত বড় অভিযান? সূত্রের খবর, চিনে পর্নগ্রাফি থেকে জুয়া, দেহব্যবসা এত বাড়বাড়ন্ত হয়েছে যে প্রশাসনের একাংশ তাতে জড়িয়ে পড়েছে। এই ঘটনায় সাধারণ মানুষের মাঝে ক্ষোভ বাড়ছিল। তাই বিশাল অভিযানের মাধ্যমে এই ধরনের বেআইনি কাজকর্মে জড়িতদের গ্রেফতার করা হচ্ছে। 

.