মাসুদ আজহারকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী ঘোষণা করার পথে বাধা সেই চিন
ওয়েব ডেস্ক : জইস-ই-মহম্মদ প্রধান মাসুদ আজহারকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী ঘোষণা করার পথে ফের বাধা হয়ে দাঁড়াল চিন। রাষ্ট্রসংঘের পক্ষ থেকে আনা এই প্রস্তাবকে ফের ৩ মাসের জন্য স্থগিত রাখার আর্জি জানানো হয়েছে চিনের পক্ষ থেকে।
ভারতের পক্ষ থেকে দীর্ঘদিন ধরেই মাসুদ আজহারকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণা করার জন্য রাষ্ট্রসংঘের কাছে আবেদন জানাচ্ছিল। কিন্তু সেখানেও এর আগে চিনই বাধা হয়ে দাঁড়ায়। তাদের দাবি, মাসুদ আজহারকে এখনই আন্তর্জাতিক জঙ্গির তকমা দেওয়ার ক্ষেত্রে কিছু সমস্যা রয়েছে। গত ফেব্রুয়ারি মাসে চিন তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আস্বাস দেয়। রাষ্ট্রসংঘের নির্দেশ অনুসারে ২ অগাস্ট ছিল তাদের সিদ্ধান্ত জানানোর দিন। এরপরই আজ তারা ফের জানিয়ে দেয় আগামী ৩ মাসের আগে এই সিদ্ধান্ত নিয়ে তারা কিছু জানাতে পারবে না।
২০১৬ সালে ভারতের পাঠানকোটে বায়ুসেনা ছাউনিতে হামলার ঘটনায় নাম জড়ায় মাসুদ আজহারের। এরপর থেকেই তাকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী ঘোষণা করার জন্য দাবি জানানো হচ্ছে। ভারতকে সমর্থন জানিয়ে আমেরিকা, ইংল্যান্ড ও ফ্রান্সও একই দাবি করে।
আরও পড়ুন- অশ্লীল টেক্সট মেসেজ পাঠিয়েছেন ইমরান, অভিযোগ দলত্যাগী নেত্রীর