জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সরকারের বিভিন্ন ধরনের উদ্যোগ সত্বেও চিনে কমছে বিয়ের সংখ্যা। এবছর বিয়ের রেকর্ড অতীতের সব রেকর্ডকে ভেঙ্গে দিয়েছে। ফলে গোটা দেশ য়ে বুড়োয় ভরে গিয়েছে তার কোনও উন্নতির আপাতত লক্ষ্ণণ নেই। ফলে এর প্রভাব পড়ছে কাজের বাজারে।
আরও পড়ুন-আচমকা শহরে ঘোষণা লকডাউন; বন্ধ স্কুল-কলেজে, ওয়ার্ক ফ্রম হোমের নির্দেশ
২০২৪ সালের প্রথম চার মাসে চিনে রেকর্ড হয়েছে ৪০ লাখ বিয়ে। গত বছরের তুলনায় এই সংখ্যা ১৬ শতাংশ কম। ২০২৩ সালের প্রথম চার মাসে সরকারের ঘরে নিথিভূক্ত হয়েছে ৫০ লাখ ৬৯ হাজার বিয়ে। শুক্রবার এমনই একটি পরিসংখ্যান প্রকাশ করেছে চিন সরকার।
উল্লেখ্য, ২০১৩ সালে চিনে নথিভূক্ত হয়েছিল ১৩ লাখ বিয়ে। তার পর থেকেই ক্রমশ কময়ে বিয়ের সংখ্যা। বিশেষজ্ঞরা আগেই বলেছিলেন ২০২৪ সালে বিয়ের সংখ্যা কমবে।
বিয়ের সংখ্যা কমার পাশাপাশি চিনে কমেছে জন্মহারও। গত ২ বছরে চিন জন্মহার লক্ষ্যনীয় হারে কমেছে। ১৯৪৯ সালে পিপিলস রিপাবলিক গঠন হওয়ার পর থেকে গত বছর জন্মহার ছিল সবচেয়ে কম। এর সঙ্গে বিয়ের প্রত্যক্ষ সম্পর্ক দেখছে চিনা সরকার। অবিবাহিত যুগলদের মধ্যে সন্তান নেওয়ার প্রবণতা একেবারেই কম। ফলে তার চাপ এসে পড়ছে সরকারের উপরে।
বিয়েকে উত্সাহ দিতে বা সন্তান জন্ম দেওয়ার উত্সাহ যোগাতে সরকার একাধিক আর্থিক প্রকল্প চালু করেছে। ২০২২ সালে একটি পাইলট প্রজেক্ট চালু করে সরকার। সেখানে বিয়ে ও সন্তান নেওয়ার ব্যাপারে বিভিন্ন ভাবে উত্সাহ দেওয়া হয়। তার পরেও কাজ হচ্ছে না।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
দেশ ভরছে বুড়োতে, এবছর বিয়ের সংখ্যা দেখে মাথায় হাত চিন সরকারের