জলছবিতে মজেছে চিন

টেলিভিশনের পর্দা বা সিনেমা হলে সেলুলয়েডের পর্দায় ছবি তো দেখেন। কিন্তু জলের পর্দা দেখেছেন কি? হ্যাঁ, এই অভিনব ব্যাপারটা দেখতে গেলে যেতে হবে চিনে। চিনের সিঞ্চুয়ান প্রদেশের মানুষ এখন মেতেছেন জলপর্দাতেই।

Updated By: Jan 23, 2012, 12:13 PM IST

টেলিভিশনের পর্দা বা সিনেমা হলে সেলুলয়েডের পর্দায় ছবি তো দেখেন। কিন্তু জলের পর্দা দেখেছেন কি? হ্যাঁ, এই অভিনব ব্যাপারটা দেখতে গেলে যেতে হবে চিনে। চিনের সিঞ্চুয়ান প্রদেশের মানুষ এখন মেতেছেন জলপর্দাতেই। বিশাল দিঘি। ফোয়ারা উঠছে। আর সেই ফোয়ারায় আলোর বর্ণালিতে ফুটে উঠছে, কখনও ড্রাগন, কখনও চিনের মন্দির। হরেক রকমের ছবি। দর্শকদের দেদার হাততালি। দক্ষিণ-পশ্চিম চিনের সিঞ্চুয়ান প্রদেশে মিয়ি কাউন্টিতে দৈর্ঘ্যে ৬০ মিটার ও প্রস্থে প্রায় ২০০ মিটার জায়গা নিয়ে তৈরি হয়েছে জলপর্দা। অভিনব উদ্যোগ মন জয় করে নিয়েছে মানুষের। জলপর্দা দেখতে যাওয়া দর্শকদের বক্তব্য, বসন্ত উপভোগের জন্য এর থেকে ভালো বিনোদন আর কিছু হতে পারে না। জলপর্দার শো আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে বলে জানান উদ্যোক্তারা।

.