রাশিয়ার মধ্যস্থতায় আজই বৈঠকে বসতে পারেন ভারত ও চিনের প্রতিরক্ষামন্ত্রী!

আলোচ্য বিষয় হতে পারে চলতি সীমান্তের উত্তেজনা।

Updated By: Sep 4, 2020, 01:54 PM IST
রাশিয়ার মধ্যস্থতায় আজই বৈঠকে বসতে পারেন ভারত ও চিনের প্রতিরক্ষামন্ত্রী!

নিজস্ব প্রতিবেদন: সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বৈঠকে যোগ দিতে মস্কো উড়ে গিয়েছেন রাজনাথ সিং। সেখানেই আজ অর্থাৎ শুক্রবার রাশিয়ার মধ্যস্থতায় বৈঠক হতে পারে ভারত ও চিনের প্রতিরক্ষামন্ত্রীর। যেখানে আলোচ্য বিষয় হতে পারে চলতি সীমান্তের উত্তেজনা। বিশেষজ্ঞদের কথা অনুযায়ী চিন কিংবা ভারত কেউই বৈঠকের প্রস্তাব ফেরাবে না।

সীমান্ত রক্ষায় ভারতও যে রক্তচক্ষু দেখাচ্ছে তা সীমান্তে সেনা মোতায়েন করার সংখ্যাতেই টের পাওয়া যাচ্ছে। তাই ভারত-চিন প্রতিরক্ষামন্ত্রী স্তরে বৈঠকের মাধ্যমে সীমান্ত সমস্যার সুরাহা হলেও হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ।

সম্প্রতি একটি সংবাদমাধ্যমকে কিউয়ান ফেং নামে চিনা এক বিশেষজ্ঞ জানিয়েছেন, ভারত আগ্রাসী নীতি অবলম্বন করে চিনকে চাপে রাখার চেষ্টা করছে। তার পাশাপাশি আবার শান্তির বার্তাও পাঠাচ্ছে। সম্প্রতি ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও জানিয়েছিলেন, শান্তি ফিরতে পারে কূটনীতির দমেই। তাই রাশিয়ার মধ্যস্থতায় ভারত ও চিনের বৈঠক হলে আদপে সুফল পাবে দুই দেশই। এমনই আশা করছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন: ''আমরা তো রবীন্দ্রনাথকে ভয় পাই না, ভারত PUBG-কে ভয় পায় কেন!'' প্রশ্ন চিনের

.