টুইট আস্ফালনে শরিফ কন্যা : ফিরে আসবেন অপ্রতিরোধ্য নওয়াজ

Updated By: Jul 28, 2017, 08:37 PM IST
টুইট আস্ফালনে শরিফ কন্যা : ফিরে আসবেন অপ্রতিরোধ্য নওয়াজ

ওয়েব ডেস্ক: "আরেক জন নির্বাচিত প্রধানমন্ত্রীকে ঘরে পাঠিয়ে দেওয়া হল, কিন্তু তাঁকে আরও সমর্থন নিয়ে আরও শক্তিশালী হয়ে দ্রুত পিরে আসতে দেখব। ইনশাল্লাহ। পিএমএল-এন কঠোর হয়ে থাকো", পাক সুপ্রিমকোর্টের রায়ে তাঁর বাবার প্রধানমন্ত্রীত্ব খোয়ানোর পর এই ভাষাতেই প্রতিক্রিয়া জানালেন শরিফ কন্যা মেরিয়াম নওয়াজ শরিফ। বাবার মতো পানামা কেলেঙ্কারিতে অভিযুক্ত মেরিয়াম শুধু এটুকু বলেই থামেননি, পরবর্তী টুইটে তিনি আরও বেশি প্রত্যয়ের সুরে লিখেছেন, "আজকের দিনটি আদতে ২০১৮-তে নওয়াজ শরিফের আরও বড় জয়লাভের পথ প্রশস্ত করে দিল। তিনি অপ্রতিরোধ্য হয়ে উঠবেন। ইনশাল্লাহ। রোখার ক্ষমতা থাকলে রুখে দেখাও"।

 

 

প্রসঙ্গত, আজ সুপ্রিমকোর্টের রায়ে নওয়াজের প্রধানমন্ত্রীত্ব খারিজ হয়ে যাওয়া এবং তাঁর বিরুদ্ধে ফৌজদারি আইনে বিচার চালানোর নির্দেশে কার্যত দেশ জুড়ে লাগামছাড়া রাজনৈতিক প্রশাসনিক সঙ্কট তৈরি হয়েছে। আর এর মধ্যে নওয়াজের দল ও দেশের বৃহত্তর সমাজকে বার্তা দিতেই যে মেরিয়ামের এমন টুইট-আস্ফালন তা বুঝতে অসুবিধা হয় না, মত ওয়াকিবহাল মহলের। পাশাপাশি, পাকিস্তানের তথ্যমন্ত্রী মারিয়ুম ঔরঙ্গজেব আরও একধাপ এগিয়ে বলেছেন, "নওয়াজের কোনও চেয়ার প্রয়োজন নেই, তিনি এমনিতেই বাস্তবতা। সেই দিন আর বেশি দেরী নেই থখন তিনি চতুর্থবারের জন্য নির্বাচিত হবেন"।

.