জেলখানা পাহারা দেবে এবার কুমির!
বেজায় সমস্যা ইন্দোনেশিয়ায়। সেখানকার জেলগুলো থেকে মাঝে-মাঝেই পালাচ্ছে বন্দিরা। সংখ্যাটা দিনকে দিন শুধু বেড়েই চলেছে।
ওয়েব ডেস্ক: বেজায় সমস্যা ইন্দোনেশিয়ায়। সেখানকার জেলগুলো থেকে মাঝে-মাঝেই পালাচ্ছে বন্দিরা। সংখ্যাটা দিনকে দিন শুধু বেড়েই চলেছে।
এর কারণ কী? উত্তর খুব সোজা। পুলিশ এত ঘুষ খাচ্ছে যে, বন্দির পালাতে কোনও অসুবিধাই নেই। কিন্তু পুলিশের বড় কর্তারা তো আর বসে থাকতে পারেন না।
তাঁরা তাই স্মরণাপন্ন হয়েছেন কুমিরের। কুমিরই পারে তাঁদের বাঁচাতে। কারণ, কুমির যে ঘুষ খাবে না।
পুলিশের বড় কর্তা বুরি ওয়াসেসো বলেছেন, 'খুব শিগগিরি আমরা কুমিরদের পাহাড়ায় বসাবো। আমরা নিশ্চিত কুমিররা জেলখানায় পাহাড়া দিলে বন্দিরা মোটেই পালাতে পারবে না'
ত্রৈলক্যনাথ লিখেছিলেন কুম্ভীর বিভ্রাট। কিন্তু কুমির শুধু মেছুনিরই কাজে লাগে না। লাগে পুলিশেরও!