হিংসা অব্যাহত নাইজেরিয়ায়, বিস্ফোরণ ও গুলিতে মৃত ৪
ফের হিংসা নাইজেরিয়ায়। শনিবার উত্তর নাইজেরিয়ার গম্বে শহরে একটি থানা ও কারাগারে বিস্ফোরণ ও গুলিচালনায় মৃত্যু হল কমপক্ষে ৪ জনের। ইসলামিক জঙ্গি গোষ্ঠী বোকো হারাম এই হামলা চালিয়েছে বলে পুলিসের প্রাথমিক অনুমান।
ফের হিংসা নাইজেরিয়ায়। শনিবার উত্তর নাইজেরিয়ার গম্বে শহরে একটি থানা ও কারাগারে বিস্ফোরণ ও গুলিচালনায় মৃত্যু হল কমপক্ষে ৪ জনের। ইসলামিক জঙ্গি গোষ্ঠী বোকো হারাম এই হামলা চালিয়েছে বলে পুলিসের প্রাথমিক অনুমান।
এর আগে শুক্রবার সকালেও উত্তর নাইজেরিয়ার কানো শহরে একটি মসজিদে এক বন্দুকবাজ এলোপাথাড়ি গুলি চালিয়ে হত্যা করে ৫ জনকে। উত্তর নাইজেরিয়ায় সক্রিয় বোকো হারাম গোষ্ঠী চলতি বছরের জানুয়ারিতে গম্বে শহরে একটি চার্চে হামলা চালিয়ে ৬ জনকে হত্যা করে। বোকো হারামের দাবি, তাদের সংগঠনের বন্দি নেতাদের যতদিন না ছাড়া হবে, এই হিংসা তারা চালিয়ে যাবে।
প্রসঙ্গত, বেশ কয়েকমাস ধরেই নাইজেরিয়ায় সন্ত্রাস অব্যাহত। মাঝে কয়েকদিন দিন কমলেও বিক্ষিপ্ত হামলার ঘটনা প্রতিদিনই ঘটছে। বিশেষ করে চলতি বছরের জানুয়ারিতে বোকো হারাম গোষ্ঠীর সন্ত্রাসে মৃতের সংখ্যা ৩৫০-র বেশি। এই গোষ্ঠীর দাবি অনুযায়ী, তাদের মূল লক্ষ্য খ্রিস্টান ধর্মাবলম্বী ও পুলিস। যদিও গত কয়েক মাসে ধর্ম-বর্ণ নির্বিশেষেই হত্যালীলা চালিয়েছে বোকো হারাম।