ওয়াঘার পারেই থমকে যাবে ১৬ বছরের বন্ধুত্বের বাস, বন্ধ দিল্লি-লাহোর বাস পরিষেবা
গত ১৬ বছর ধরে চলছে নয়াদিল্লি-লাহোর বন্ধুত্বের বাস পরিষেবা "দোস্তি'। ১৬ বছরের সেই বন্ধুত্বে ছেদ পড়ল। সন্ত্রাস হানার আশঙ্কা থাকায় লাহোর পর্যন্ত বাস চালানোর অনুমতি দিতে রাজি নয় পাকিস্তানের পর্যটন মন্ত্রক।
লাহোর: গত ১৬ বছর ধরে চলছে নয়াদিল্লি-লাহোর বন্ধুত্বের বাস পরিষেবা "দোস্তি'। ১৬ বছরের সেই বন্ধুত্বে ছেদ পড়ল। সন্ত্রাস হানার আশঙ্কা থাকায় লাহোর পর্যন্ত বাস চালানোর অনুমতি দিতে রাজি নয় পাকিস্তানের পর্যটন মন্ত্রক।
পাক পর্যটক উন্নয়ন দফতরের তরফে জানানো হয়েছে, এখন থেকে ভারত-পাক সীমান্তে ওয়াঘা পর্যন্তই চলবে বাস। ফলে লাহোর পৌঁছতে গেলে ওয়াঘা থেকে আরও একটি বাসে চেপে যাত্রীদের ২১ কিলোমিটার যেতে হবে।
মন্ত্রকের এক উচ্চপদস্থ আধিকারিক সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, ""বাস পরিষেবা রুট বদালানোর সিদ্ধান্ত নিয়েছে PTDC। এখন থেকে ওয়াঘা সীমান্ত থেকে বাস ধরতে হবে দিল্লি যাত্রীদের। আবার লাহোর পৌঁছতে গেলে যাত্রীদের ওয়াঘাতেই নেমে যেতে হবে।''
তিনি এও জানিয়েছেন, জঙ্গি নাশকতার হুমকি পাওয়ার পরই পরিষেবায় ছেদের সিদ্ধান্ত নিয়েছে পাক প্রশাসন।