Weather Update: ফের বঙ্গোপসাগরে তৈরি হল নিম্নচাপ, ঘূর্ণিঝড় নিয়ে কী হুঁশিয়ারি দিল হাওয়া অফিস!
Weather Update: বৃহস্পতিবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এদিন সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে বলে জানাল বাংলাদেশের আবহাওয়া দফতর। পরবর্তী দুদিনে এটি তামিলনাড়ু ও শ্রীলংকা উপকূলের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে।
আরও পড়ুন-এক ধাক্কায় অনেকটাই কমবে তাপমাত্রা, এসপ্তাহেই বৃষ্টিতে ভিজবে এইসব জেলা
আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়, মৌসুমের স্বাভাবিক নিমচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এরপর পরবর্তী ২ দিনে এটি তামিলনাড়ু ও শ্রীলংকা উপকূলের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে বিপরীত ঘূর্ণাবর্ত তৈরী হবে বাংলা ও ওড়িশায়। তবে ঘূর্ণি ঝড়ের কোনও পূর্বাভাস দেওয়া হয়নি।
আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে—অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এই সময়ে সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বুধবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এদিন সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বৃহস্পতিবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এদিন সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)