নিজস্ব প্রতিবেদন: শনিবার রাষ্ট্রসংঘের সাধারণ সভায় (United Nations General Assembly) বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Prime Minister Narendra Modi)। মোদী ছাড়াও অন্যান্য রাষ্ট্রনেতারাও বক্তব্য রাখবেন। এবারের আলোচনার বিষয় জলবায়ু পরিবর্তন, করোনা অতিমারি এবং আন্তর্জাতিক নিরাপত্তা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রাষ্ট্রসংঘের সাধারণ সভায় (United Nations General Assembly) সাধারণত দুটো পর্বে বক্তব্য পেশ করেন বিভিন্ন রাষ্ট্রের প্রতিনিধিরা- সকালের পর্ব এবং সন্ধ্যার পর্ব। একটা বিষয় যা অনেকেই হয়ত জানেন না, বহু দশক ধরে রাষ্ট্রসংঘের সাধারণ সভায় (United Nations General Assembly) প্রথম বক্তব্য পেশ করে আসছে ব্রাজিল (Brazil)। 


আরও পড়ুন: India at UN: 'বেআইনিভাবে অধিকৃত কাশ্মীর ছেড়ে দিক পাকিস্তান', রাষ্ট্রসংঘে ইসলামাবাদকে আক্রমণ ভারতের


কেন?


তথ্য বলছে, ১৯৫৫ থেকে এই প্রথা চলে আসছে। কারণ, ব্রাজিলের (Brazil) তৎকালীন কূটনীতিক Oswaldo Aranha সেইবার সবার আগে রাষ্ট্রসংঘের সাধারণ সভায় (United Nations General Assembly) বক্তব্য পেশ করেন। কারণ, তৎকালীন সময় অন্যান্য দেশের প্রতিনিধিরা রাষ্ট্রসংঘের সাধারণ সভায় (United Nations General Assembly) বক্তব্য পেশের বিষয়টা অতটা গুরুত্ব দিতেন না। সেজন্য ব্রাজিল (Brazil) উদ্য়োগী হতে প্রথমে বক্তব্য রাখত। সেই প্রথাই এবারও বজায় রাখলেন Federative Republic of Brazil-এর প্রেসিডেন্ট Jair Bolsonaro। রাষ্ট্রসংঘের ৭৬তম সাধারণ সভাতে তিনিই প্রথম বক্তব্য রাখেন। 


আরও পড়ুন: Modi In US: Joe Biden-এর পরিজনদের খোঁজ দিলেন মোদী! Kamala Harris-কে দাদুর স্মৃতি উপহার



এখানেই শেষ নয়, ব্রাজিলের পরেই দ্বিতীয় বক্তব্য রাখে আমেরিকা। এইবার প্রেসিডেন্ট হিসেবে প্রথম রাষ্ট্রসংঘের সাধারণ সভায় বক্তব্য রাখলেন জো বাইডেন (Joe Biden)। 




এছাড়া চিনের প্রেসিডেন্ট শি জিনপিংও বক্তব্য রাখেন।