মহিলার অ্যাপেনডিক্স অপারেশন করে মিলল কন্ডোম!
অসহ্য পেটে ব্যথা। যন্ত্রণায় ছটফট করতে করতে হাসপাতালে ভর্তি হলেন এক তরুণী। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর তাঁকে অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নেন চিকিত্সকরা। এদিকে, অস্ত্রোপচার করতে গিয়েই চিকিত্সকদের চক্ষু চড়কগাছ। অ্যাপেনডিক্স অপারেশন করতে গিয়ে কিনা মিলল কন্ডোম! হ্যাঁ, এমনটাই ঘটেছে ক্যামেরুনে।
![মহিলার অ্যাপেনডিক্স অপারেশন করে মিলল কন্ডোম! মহিলার অ্যাপেনডিক্স অপারেশন করে মিলল কন্ডোম!](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/05/31/56545-apppcovr.jpg)
ওয়েব ডেস্ক : অসহ্য পেটে ব্যথা। যন্ত্রণায় ছটফট করতে করতে হাসপাতালে ভর্তি হলেন এক তরুণী। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর তাঁকে অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নেন চিকিত্সকরা। এদিকে, অস্ত্রোপচার করতে গিয়েই চিকিত্সকদের চক্ষু চড়কগাছ। অ্যাপেনডিক্স অপারেশন করতে গিয়ে কিনা মিলল কন্ডোম! হ্যাঁ, এমনটাই ঘটেছে ক্যামেরুনে।
কী করে ঘটল এমন ঘটনা?
দু সপ্তাহ ধরেই পেটে অসহ্য ব্যথা। এরসঙ্গে উপসর্গ খিদে নেই, খেতে প্রবল অনীহা। আল্ট্রাসাউন্ড করে চিকিত্সকরা দেখেন, তরুণীর পেটের ভিতর জলীয় পদার্থ জাতীয় কিছু একটা জমেছে। যার জেরেই অসহ্য যন্ত্রণা। ব্যথা কমাতে ডাক্তাররা তখন অপারেশন করে অ্যাপেনডিক্স বাদ দেওয়ার সিদ্ধান্ত নেন। তাঁদের মনে আশঙ্কা ছিল, অ্যাপেনডিক্স ফেটে গিয়ে তরুণীর প্রাণ সংশয় হতে পারে। কিন্তু, অপারেশনের সময়ই কিছু একটা অস্বাভাবিক ঠেকে। অ্যাপেনডিক্সের সঙ্গে জড়িয়ে বেরিয়ে আসে কন্ডোম।
ডাক্তাররা খোঁজ নিয়ে জানতে পারেন, সপ্তাহখানেক আগে চিবোতে চিবোতে ভুলবশত কন্ডোমটি গিলে ফেলেন বছর ২৬-এর ওই তরুণী। আর তারপর ওই কন্ডোম পেটের ভিতর গিয়ে জড়িয়ে যায় অ্যাপেনডিক্সের সঙ্গে।