উট মারায় গাড়ি চালকের জরিমানা দেড় লক্ষাধিক টাকা

মরা হাতির দাম লাখ টাকা শুনেছি। কিন্তু মরা উটের দাম লাখ টাকা! কথাটা শুনে একটু অবাক হলেন কি! আবু ধাবির দাফরা আদালতে এক ব্যক্তিকে জরিমানা করে ১০,০০০ দিনার। যা ভারতীয় মূদ্রায় জরিমানার মূল্য ১ লক্ষ ৬৮ হাজার টাকা। কিন্তু কী কারণে।

Updated By: Nov 18, 2014, 05:01 PM IST

ওয়েব ডেস্ক: মরা হাতির দাম লাখ টাকা শুনেছি। কিন্তু মরা উটের দাম লাখ টাকা! কথাটা শুনে একটু অবাক হলেন কি! আবু ধাবির দাফরা আদালতে এক ব্যক্তিকে জরিমানা করে ১০,০০০ দিনার। যা ভারতীয় মূদ্রায় জরিমানার মূল্য ১ লক্ষ ৬৮ হাজার টাকা। কিন্তু কী কারণে।

অভিযুক্ত ব্যক্তির বেপরোয়া গাড়ি চালনোর কারণে একটি উট মারা যায়। উটের মালিক আদালতে মামলা করেন। সেই মামলায় অভিযুক্ত ব্যক্তিকে আরও ৩,৫০০ দিনার জরিমানা করে বেপোরায়া গাড়ি চালানোর জন্য।

যদিও এই অভিযুক্ত ব্যক্তি অভিযোগ খারিজ করে বলেন, পুলিস তাঁকে মিথ্যে মামলায় জড়িয়ে ফাসানোর চেষ্টা করছে। 

.